নিউজিল্যান্ডের কাছে হারে চিন্তিত নয় ভারত

ইনিংস সেরা পারফর্ম করেন জাদেজাফেভারিট হিসেবে বিশ্বকাপে খেলতে যাচ্ছে ভারত। কিন্তু ইংল্যান্ডে পা রেখে প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে গেছে তারা। এই হার নিয়ে মাথা ঘামাচ্ছে না ২০১১ সালের চ্যাম্পিয়নরা। অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে প্রতিরোধ গড়া রবীন্দ্র জাদেজা বললেন, সব ভয়-শঙ্কা উড়িয়ে সামনে তাকিয়ে আছে ভারত।

৮১ রানে ভারত ৬ উইকেট হারানোর পর জাদেজা ব্যাট হাতে ক্রিজ আঁকড়ে ধরেন। কঠিন কন্ডিশনে কিউইদের সুইংয়ে পেরে উঠছিল না ব্যাটসম্যানরা। কিন্তু জাদেজা শক্ত হাতে হাল ধরে ফিফটির দেখা পান। অধিনায়ক কোহলি স্বীকার করেছেন, মাঠে পরিকল্পনার সঠিক ব্যবহার করতে পারেনি তার দল।

তবে প্রস্তুতি ম্যাচে হারের হতাশায় ডুবে থাকতে চায় না ভারত। এই ব্যর্থতায় জাদেজার ব্যাখ্যা, ‘ইংল্যান্ডে খেলা সবসময় কঠিন। ভারতে নিচু বাউন্স ও ফ্ল্যাট উইকেটে খেলা হয়, সেখান থেকে ইংল্যান্ডে এসে প্রথমে ব্যাট করা ছিল কঠিন। কিন্তু এনিয়ে কাজ করার অনেক সময় আমাদের হাতে আছে। চিন্তিত হওয়ার কিছু নেই।’

ব্যাটিং ইউনিট নিয়ে দুর্ভাবনার প্রয়োজন বোধ করছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৪ রান করা এই ব্যাটসম্যান, ‘এটা আমাদের প্রথম খেলা। ব্যাটিং ইউনিট নিয়ে দুর্ভাবনা করার দরকার নেই। আমাদের অনেক অভিজ্ঞতা আছে। এটা কেবলই একটা ম্যাচ- একটি খারাপ ইনিংস দিয়ে একজন খেলোয়াড়কে বিচার করা যায় না।’ আইসিসি