চাপ কাটিয়ে ছন্দে ইংল্যান্ড

আক্রমণাত্মক হয়ে উঠেছেন জেসন রয়কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের স্কোর ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৭ রান।

বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হয় সাকিব আল হাসানকে দিয়ে। এই স্পিনারের সঙ্গে নতুন বলে জুটি বাঁধা মাশরাফি মুর্তজাও ছিলেন দুর্দান্ত। তাদের বোলিংয়ের সামনে শুরুতে কঠিন পরীক্ষা দিতে হয় ইংলিশদের।

তবে সময় গড়ানোর সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেছে ইংল্যান্ড। দুই ওপেনার জেসন রয় ও জনি বোয়ারস্টোর ব্যাটে ৮ ওভারেই ৫০ ছাড়িয়েছে তাদের স্কোর।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

কার্ডিফের ম্যাচে বাংলাদেশের একাদশে কোনও পরিবর্তন নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের একাদশ নিয়েই ইংল্যান্ডের মুখোমুখি টাইগাররা। একজন স্পিনার কমিয়ে রুবেল হোসেনের খেলার আলোচনা থাকলেও টিম ম্যানেজমেন্ট আগের একাদশেই আস্থা রেখেছে।

ইংল্যান্ডের একাদশে অবশ্য একটি পরিবর্তন আছে। পাকিস্তানের বিপক্ষে খেলা মঈন আলীকে বাইরে রেখে স্বাগতিকরা পেস বোলিংয়ের শক্তি বাড়িয়েছে লিয়াম প্লাঙ্কেটকে অন্তর্ভুক্ত করে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।