বল করার আগে পকেটে হাত কেন জাম্পার?

প্রত্যেক বলের আগে জাম্পা পকেটে হাত ঢোকানভারতের বিপক্ষে ঠিক সুবিধা করতে পারলেন না অ্যাডাম জাম্পা। দুই স্পেলে ৬ ওভার বল করে ৫০ রান দিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার। কিন্তু বোলিংয়ের সময় তার ‘সন্দেহজনক আচরণের’ একটি ভিডিও ঝড় তুলেছে ইন্টারনেট জগতে।

রবিবার ওভালে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে জাম্পা কি বল টেম্পারিং করছেন?- একটি সন্দেহজনক ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এই প্রশ্ন উঠেছে ইন্টারনেট ব্যবহারকারীদের মনে। ভিডিওতে দেখা গেছে, প্রত্যেক বল করার আগে জাম্পা তার পকেটে হাত দিচ্ছেন এবং হাত দিয়ে বল ঘষছেন।

এই ভিডিও মনে করিয়ে দিয়েছে ২০১৮ সালের কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার কুখ্যাত বল টেম্পারিংয়ের ঘটনাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই টেস্টে শিরিষ কাগজ দিয়ে বল ঘষায় ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয় এবং অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহঅধিনায়ক ডেডিভ ওয়ার্নার পান এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি।

ক্রিকেটপ্রেমীরা তাদের হতাশা ব্যক্ত করেছেন টুইটারে। নিখিল গুপ্ত নামের একজন টুইট করেছেন, ‘প্রত্যেক বলের আগে জাম্পা তার হাত পকেটে ঢুকাচ্ছিলেন। কারণটা কী হতে পারে।’

২৭ বছর বয়সী লেগ স্পিনার প্রথম বল হাতে নেন ১২তম ওভারে। ছয় ওভার শেষে উইকেটশূন্য থেকে অর্ধশত রান দেন তিনি।