অস্ট্রেলিয়ান ব্যাট উৎপাদনকারী কোম্পানির বিরুদ্ধে শচীনের মামলা

শচীন টেন্ডুলকারঅস্ট্রেলিয়ান ব্যাট উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেওয়ানি মামলা ঠুঁকে দিলেন ভারতীয় ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকার। পণ্যের প্রচারণায় তার নাম ও ইমেজ ব্যবহারের পর পাওনা ২০ লাখ ডলার না পাওয়ার অভিযোগ তুলে এই ব্যবস্থা নিয়েছেন তিনি।

এই মাসে ফেডারেল কোর্ট এই মামলার কাগজপত্র নথিভুক্ত করেছে এবং সেগুলো পর্যবেক্ষণ করেছে রয়টার্স। শচীন সেখানে বলেছেন, সিডনি ভিত্তিক স্পার্টান স্পোর্টস ইন্টারন্যাশনাল ২০১৬ সালে তার সঙ্গে একটি চুক্তি করে। তাদের ক্রীড়াপণ্য ও পোশাকে ‘শচীন বাই স্পার্টান’ ব্যবহার করবে এবং প্রত্যেক বছর অন্তত ১০ লাখ ডলার দিবে।

তাদের পণ্যের প্রচারণায় মাঝেমধ্যে লন্ডনে গেছেন শচীন। এমনকি মুম্বাইয়ের ইন্ডিয়ান ফিন্যান্সিয়াল হাবেও উপস্থিত হয়েছেন। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বরে স্পার্টান ওই বছরের পাওনা মেটায়নি। পাওনা দিতে অনুরোধও করেন ভারতীয় লিটল মাস্টার। তাতে কাজ না হওয়ায় চুক্তি বাতিল করেন তিনি। একই সঙ্গে তার নাম ও ইমেজ ব্যবহার না করতে নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত তার নাম ও ইমেজ ব্যবহার করে পণ্যের প্রচারণা চালিয়ে যাচ্ছে স্পার্টান।

আদালতের ওয়েবসাইটে দেখা গেছে, মামলাটি করা হয়েছে ৫ জুন। এই মামলা নিয়ে সিডনির আদালতে প্রথম শুনানি হবে ২৬ জুন।