উইলিয়ামসনের সেঞ্চুরিতে কিউইদের ২৯১ রান

উইলিয়ামসনের সেঞ্চুরি উদযাপনকেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল নিউজিল্যান্ড। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলকে উদ্ধার করলেন তিনি। তার ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৯২ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা। ৮ উইকেটে ২৯১ রান করে তারা।

বিশ্বকাপে পাঁচ ম্যাচ শেষে অপরাজিত নিউজিল্যান্ড টস হেরে ব্যাট করতে নেমে বড় ধাক্কা খায়। প্রথম ওভারে শেল্ডন কট্রেলের জোড়া আঘাতে ফিরে যান মার্টিন গাপটিল ও কলিন মুনরো। দুই ওপেনারের কেউ রানের খাতা খুলতে পারেননি।

এরপর রস টেলরের সঙ্গে উইলিয়ামসনের দেড়শ ছাড়ানো জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৯৫ বলে ৬৯ রান করে বিদায় নেন টেলর। ১৬০ রানের এই শক্ত জুটি ভাঙেন ক্রিস গেইল।

প্রতিরোধ গড়া এই জুটি বিচ্ছিন্ন হলেও উইলিয়ামসন লড়াই করতে থাকেন। ১২৪ বলে ৮ চারে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন কিউই অধিনায়ক। এরপর টম ল্যাথাম ও জিমি নিশামের সঙ্গে ৪৩ ও ৪১ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। ১৫৪ বলে ১৪ চার ও ১ ছয়ে ক্যারিয়ার সেরা রান করে কট্রেলের শিকার হন উইলিয়ামসন।

অধিনায়ক আউট হওয়ার পর নিশাম এগিয়ে নেন দলকে। যদিও ইনিংসের শেষ দুই বলে কার্লোস ব্র্যাথওয়েটের কাছে দুটি উইকেট হারায় কিউইরা। নিশাম ২৮ রান করেন। কলিন ডি গ্র্যান্ডহোমের ৬ বলে ১৬ রানও গুরুত্বপূর্ণ অবদান রাখে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কট্রেল সর্বোচ্চ ৪ উইকেট নেন। দুটি পান ব্র্যাথওয়েট।