আমির-ওয়াহাবকে নিয়ে সতর্ক উইলিয়ামসনের দল

আমির ও ওয়াহাব৬ ম্যাচ শেষে বিশ্বকাপে এখন পর্যন্ত অজেয় দল নিউজিল্যান্ড। সেমিফাইনালে এক পা রাখার লক্ষ্যে বুধবার তারা মুখোমুখি হবে পাকিস্তানের, যারা কেবল জিতেছে দুটি ম্যাচ। তারপরও সরফরাজ আহমেদের দলকে নিয়ে সতর্ক কিউইরা।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে অলরাউন্ডার মিচেল স্যান্টনার জানালেন, তার দল সমীহ করছে পাকিস্তানকে। বিশেষ করে প্রতিপক্ষ দলের দুই পেসার মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকে নিয়ে সতর্কতার কথা জানালেন তিনি। এই বিশ্বকাপে ৬ ম্যাচে ১৫ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারির তালিকায় তিনে আমির, আর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে দুটি ম্যাচেই ডেথ ওভারে দারুণ অবদান ছিল ওয়াহাবের। দুই ম্যাচে তিনটি করে উইকেট নেন এই পেসার।

দুই পেসারকে নিয়ে স্যান্টনার বলেছেন, ‘সম্প্রতি আমরা পাকিস্তানের বিপক্ষে অনেক খেলেছি। তাদের শক্তি সম্পর্কে আমাদের জানা আছে এবং ওয়াহাব দলে ফেরায় তাদের জন্য ভালো হয়েছে। আমিরও খুব ভালো বল করছে। পুরো বোলিং আক্রমণ খুব ভালো তাদের।’

শুধু আমির কিংবা ওয়াহাব নয়, ২০১৭ সালে এই ইংল্যান্ডে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের কথা মনে করিয়ে দিলেন স্যান্টনার, ‘আমি মনে করি তারা খুব বিপজ্জনক দল। এখানে তাদের রেকর্ড অবশ্যই ভালো। দুই বছর আগে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল তারা। আর সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয় পেয়েছে। আমরা তাদের হালকাভাবে নিতে পারি না। সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে আমাদের। টুর্নামেন্টে আমরা দেখেছি তারা দুটি বড় দলকে হারালো।’