বিসিবির সমালোচনা উজ্জীবিত করেছে সাকিবকে: জহির

এই বিশ্বকাপে বাংলাদেশকে দারুণ অবস্থানে রেখেছেন সাকিব আল হাসানএই বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটে চলেছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের আসরে ব্যাটে-বলে ঝলমলে বাংলাদেশের এই অলরাউন্ডার। ভারতের সাবেক পেসার জহির খান মনে করেন, বিশ্বকাপ শুরুর আগে বিসিবির সমালোচনাই হয়তো উজ্জীবিত করেছে সাকিবকে।

আইপিএল খেলতে ভারতে ছিলেন সাকিব আল হাসান। ওই সময় চলছিল বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। শুরুর দিকে তাই থাকা হয়নি তার। দেশের মাটিতে প্রস্তুতি শেষ হওয়ার কয়েক দিন আগে ফেরেন এই বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু বিশ্বকাপের ফটোসেশনে তার অনুপস্থিতি চটিয়ে দেয় ক্রিকেট বোর্ডকে। সাকিবের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কঠোর সমালোচনারও শিকার হন তিনি।

অবশ্য বিসিবির নির্দেশে পরে দুই পক্ষের মধ্যে ব্যাপারটি মিটমাট হয়ে যায়। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় পর ফেরেন সাকিব। তিন ম্যাচ খেলে দুটি হাফসেঞ্চুরি করলেও বল হাতে জ্বলে উঠতে পারেননি তিনি, নেন দুটি উইকেট। তবে বিশ্ব মঞ্চ মাতাচ্ছেন সাকিব। দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিতে প্রথম বাংলাদেশি হিসেবে এক বিশ্বকাপে ৪০০ রানের ঘরে তিনি। বল হাতেও নিয়েছেন ১০ উইকেট।

সাকিবের এমন অসাধারণ পারফরম্যান্সের সম্ভাব্য কারণ হিসেবে বিসিবির সমালোচনাকে দেখছেন জহির। সমালোচনার এমন পাল্টা জবাবের প্রশংসা করলেন ভারতের সাবেক পেসার, ‘হ্যাঁ, অনেক বেশি দায়বদ্ধতা থেকে এটা (বোর্ডের সমালোচনায় উজ্জীবিত) হতে পারে। এই পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করার একটা তাড়া থাকে, তখন সেটা আপনাকে আরও বেশি এগিয়ে নেয়। এক ধরনের উজ্জীবনী শক্তি ও অনুপ্রেরণার প্রয়োজন হয় কোনও সময়। আর সমালোচনা থেকে সেটা ভালোভাবে আসতে পারে। অতীতে আমরা দেখেছি একজন খেলোয়াড় সমালোচনাকে প্রেরণা হিসেবে নেয় এবং সেটাকে ট্রেনিং কিংবা তার পরিকল্পনায় জ্বালানি হিসেবে ব্যবহার করে। সেটার ফল হয় দারুণ পারফরম্যান্স।’