মোস্তাফিজের বৌভাত শনিবার

আগেই বিয়েটা সেরে রেখেছিলেন মোস্তাফিজুর রহমান।

সেমিফাইনালে উঠতে না পারার হতাশা নিয়ে গত ৭ জুলাই জাতীয় দলের সঙ্গে দেশে পৌঁছেছেন মোস্তাফিজুর রহমান। দেশে ফিরেই বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন কাটার মাস্টার। আগামী শনিবার সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে বৌভাত হবে জাতীয় দলের এই পেসারের।

গত ২২ মার্চ ৫ লাখ ১ টাকা দেনমোহরে সামিয়ার সঙ্গে বিয়ে হয় মোস্তাফিজের। বিশ্বকাপের কারণে তখন ছোট পরিসরে বিয়ে সারেন তিনি। তবে এবার জমকালো আয়োজনে নববধূ সামিয়াকে তুলে নেওয়া হবে মোস্তাফিজের বাড়িতে।

বিশ্বকাপ শেষে দেশে ফিরে মোস্তাফিজ সাতক্ষীরায় গ্রামের বাড়িতে আসেন ১০ জুলাই দুপুরে। তার ফেরার আগে থেকেই সাজ সাজ রব ছিল বাড়িতে । টানানো হয় সামিয়ানা। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়ায় কাটার মাস্টারের গ্রামের বাড়িতে এখন বিয়ের উৎসব।

মোস্তাফিজের বড় ভাই মাহফুজার রহমান মিঠু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নিউজিল্যান্ডের ওই ঘটনার পর বাড়িতে এসেও ওর (মোস্তাফিজ) মন অনেক খারাপ ছিল। যে কারণে আমরা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। বিশ্বকাপ সামনে ছিল বলে ঘরোয়াভাবে বিয়েটা হয়েছিল। সামনে আবার শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ আছে। সেজন্য বৌভাত দ্রুত করতে হচ্ছে।’ তিনি জানিয়েছেন, বৌভাতে আত্মীয়-স্বজনসহ হাজার দুয়েক অতিথি থাকবেন। পুরো অনুষ্ঠানটি হবে গ্রামীণ পরিবেশে।

মোস্তাফিজের ভাই আরও জানিয়েছেন, জাতীয় দলের অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে বৌভাতে, ‘মাশরাফি ভাই সহ সব ক্রিকেটারকে দাওয়াত দেওয়া হয়েছে। কয়েক জন এখনও ইংল্যান্ডে আছেন। বৌভাতে হয়তো এক-দুজন আসতে পারেন। পরবর্তীতে তাদের জন্য আলাদা আয়োজন থাকবে।’