জেসন রয়কে জরিমানা

আউট হয়ে ক্ষুব্ধ জেসন রয়ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সেমিফাইনালে আইসিসির আচরণবিধি ভাঙায় জরিমানা গুনতে হচ্ছে জেসন রয়কে। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা দিতে হবে ইংলিশ ওপেনারকে।

আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করায় আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ ভেঙেছেন জেসন। ৩০ শতাংশ জরিমানার পাশাপাশি তার ডিসিপ্লিনারি রেকর্ডে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হচ্ছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে জনি বেয়ারস্টোর সঙ্গে ১২৪ রানের উদ্বোধনী জুটি গড়েন জেসন। এরপর জো রুটের সঙ্গে ২৩ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। ১৯তম ওভারে প্যাট কামিন্সের বলে পেছনে অ্যালেক্স ক্যারির ক্যাচ হন। রিভিউ না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে পারেননি ৮৫ রান করা জেসন। তবে মারাইস এরাসমুসের সঙ্গে তর্ক করতে দেখা যায় তাকে।

দোষ স্বীকার করেছেন জেসন এবং ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। তাতে শুনানির প্রয়োজন পড়ছে না।