কিউইদেরও চ্যাম্পিয়ন করা উচিত ছিল: গ্যারি সোবার্স

স্যার গারফিল্ড সোবার্সবিশ্বকাপ ট্রফি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে ভাগাভাগি করে দেওয়া উচিত ছিল মনে করছেন স্যার গারফিল্ড সোবার্স। ৫০ ওভারের ইনিংসের পর সুপার ওভারেও রান সমান থাকায় শুধু একটি দলকে বিজয়ী ঘোষণা করায় আপত্তি আছে ওয়েস্ট ইন্ডিজের এই জীবন্ত কিংবদন্তির।

রবিবার লর্ডসে দুই দল ৫০ ওভারের ইনিংস শেষে সমান থাকায় ফাইনাল গড়ায় সুপার ওভারে। সেখানেও রান ছিল দুই দলেরই সমান। কিন্তু বাউন্ডারির হিসাবে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন করা হয় ইংল্যান্ডকে। এমন ফল মানতে পারছেন না সোবার্স, ‘ম্যাচ শেষে স্কোর যদি সমান থাকে এবং সুপার ওভারেও, তাহলে কিভাবে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা ‍যুক্তিসঙ্গত হতে পারে? কেন নিউজিল্যান্ডকে যৌথ চ্যাম্পিয়ন করা হলো না?’

শুধু এউইন মরগান নয়, তার সঙ্গে কেন উইলিয়ামসনেরও ট্রফির মঞ্চে থাকা উচিত ছিল বললেন সোবার্স, ‘খেলার আগে যদি এমন নিয়ম তৈরি হয়ে থাকে তাহলে ঠিক আছে এবং ট্রফিটা ইংল্যান্ডেই থাকলো। কিন্তু খেলার প্রতি অনুরাগ থেকে বলা যায়, বিশ্বকাপ ট্রফি উদযাপনের মঞ্চে নিউজিল্যান্ড অধিনায়কেরও থাকা উচিত ছিল।’