ম্যানচেস্টার বিমানবন্দরে ‘অপদস্থ’ হলেন ওয়াসিম আকরাম!

ওয়াসিম আকরামইংল্যান্ডে ধারাভাষ্যকার হিসেবে বিশ্বকাপে ছিলেন ওয়াসিম আকরাম। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ইনসুলিন সঙ্গে থাকায় ম্যানচেস্টার বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন বিশ্বকাপ জয়ী সাবেক এই পেসার।

মঙ্গলবার টুইটারে এই ঘটনা বিস্তারিত জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন আকরাম। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দলের এই ক্রিকেটার ডায়াবেটিসে আক্রান্ত বহু বছর ধরে। সবসময় সঙ্গে থাকে ইনসুলিন। কিন্তু তার ব্যাগে ইনসুলিন দেখার পর তাকে চূড়ান্ত অপমান করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। এমনকি অশোভনীয় আচরণ করে তাকে জিজ্ঞাসাবাদও করে তারা।

ক্ষোভ উগরে দিয়ে এই ফাস্ট বোলিং লিজেন্ড ‍টুইট করেন, ‘আজ ম্যানচেস্টার বিমানবন্দরে একটি ঘটনায় খুব কষ্ট পেলাম। আমার ইনসুলিন সঙ্গে করে বিশ্বের নানা জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু এর জন্য কখনও এতটা অপদস্থ হতে হয়নি আমাকে। আমি খুবই লজ্জিত। আমাকে অভদ্রভাবে প্রশ্ন করা হয়েছে এবং সবার সামনে ব্যাগ থেকে ইনসুলিন বের করে প্লাস্টিকের ব্যাগে রেখে দিতে বাধ্য করে।’

আকরামের টুইট১০৪ টেস্ট ও ৩৫৬ ওয়ানডেতে ৪১৪টি ও ৫০২টি উইকেট নেওয়া আকরামের টুইট নজরে পড়েছে ম্যানচেস্টার বিমানবন্দর কর্তৃপক্ষের। তারা এক টুইটে ৫৩ বছর বয়সী সাবেক এই তারকাকে বলেছেন, ‘বিষয়টি আমাদের সামনে আনার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কি সরাসরি বিষয়টি আমাদের জানাতে পারবেন, তাহলে আপনার জন্য আমরা এনিয়ে তদন্ত করতে পারবো?।’ এএনআই, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস