রুমানার একটি অনুরোধ

রুমানা আহমেদবাংলাদেশে পুরুষ ক্রিকেটাররা যতটা জনপ্রিয় নারী ক্রিকেটাররা তার ধারে-কাছেও নেই। অথচ ছেলেদের আগে দেশকে এশিয়া কাপের শিরোপা উপহার দেওয়ার কৃতিত্ব মেয়েদের। তবু স্পন্সর কোম্পানি থেকে শুরু করে সংবাদ মাধ্যমের আগ্রহের কেন্দ্রে মাশরাফি-সাকিব-তামিমরা। এ নিয়ে ভীষণ হতাশ অভিজ্ঞ নারী ক্রিকেটার রুমানা আহমেদ।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেছেন, “আপনাদের কাছে আমাদের একটা দাবি কিংবা অনুরোধ আছে। আপনারা যত আমাদের কথা প্রচার করবেন, ততই আমরা এগিয়ে যাবো। দক্ষিণ আফ্রিকায় আমাদের ইমার্জিং দল যে ভালো খেলেছে সেটা দেশের খুব কম মানুষই জানতে পেরেছে। অথচ ছেলেদের ‘এ’ দল বা অনূর্ধ্ব-১৯ দল নিয়ে অনেক খবর থাকে। আমাদের অনুপ্রাণিত করতে আপনারাই বড় ভূমিকা রাখতে পারেন। মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি।”

‘মেয়েদের জন্য আলাদা বিপিএল কতটা প্রয়োজন এখন?’ এমন প্রশ্নে অলরাউন্ডার রুমানার জবাব, ‘এ বছর আমরা এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাইনি। যেখানে আন্তর্জাতিক ম্যাচই খেলতে পারছি না, সেখানে বিপিএলে খেলার কথা চিন্তা করি কীভাবে? তবে এটা শুরু হলে আমরা দ্রুত উন্নতি করতে পারবো।’