অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়ায় নিষিদ্ধ শাহজাদ

মোহাম্মদ শাহজাদদেশের বাইরে ভ্রমণের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অনুমতি নিতে হয়- এই নিয়ম না মানায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। তাকে চুক্তি থেকে বহিষ্কারের খবর জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

এতে করে বাংলাদেশ সফরে আসা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়লো শাহজাদের। আগামী ৪ সেপ্টেম্বর ঢাকায় একমাত্র টেস্ট খেলবে আফগানরা। এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।

এসিবি জানিয়েছে, দেশের বাইরে ভ্রমণ করতে হলে বোর্ডের অনুমতি নিতে হয় ক্রিকেটারদের। সেই আচরণবিধি ভঙ্গ করেছেন শাহজাদ। এবারই প্রথম নয়, বিনা অনুমতিতে এর আগেও কয়েকবার দেশ ছাড়ার ঘটনা আছে জানায় বোর্ড।

গত বিশ্বকাপে শৃঙ্খলাজনিত বিষয়ে কথা বলতে ডিসিপ্লিনারি কমিটির সামনে ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে শাহজাদকে হাজির হতে বলেছিল বোর্ড। কিন্তু সেটাও মানেননি এই হার্ডহিটার ব্যাটসম্যান। এই আগস্টের শেষ দিকে তার বিরুদ্ধে আরও অধিকতর শাস্তির ব্যবস্থা নেওয়া হতে পারে ইঙ্গিত দিয়েছে এসিবি।

পাকিস্তানের পেশাওয়ারে শরণীর্থী শিবিরে জন্ম নেওয়া শাহজাদ গত বিশ্বকাপে আফগানিস্তানের জার্সিতে কেবল দুটি ম্যাচ খেলেন। এরপরই তাকে ফিরতে হয় দেশে। হাঁটুর চোটের কারণে তার বিশ্বকাপ শেষ হয়েছিল জানায় বোর্ড। কিন্তু শাহজাদের দাবি, তিনি ফিট ছিলেন এবং অন্যায়ভাবে তাকে দেশে ফেরত পাঠানো হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস, ক্রিকইনফো