কোহলির সেঞ্চুরিতে উইন্ডিজকে হারালো ভারত

ম্যাচসেরা ইনিংস খেলেন কোহলিপ্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। বিরাট কোহলির সেঞ্চুরিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫৯ রানে জিতেছে তারা। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সফরকারীরা।

পোর্ট অব স্পেনে আগে ব্যাট করে কোহলির সেঞ্চুরি ও শ্রেয়াস আইয়ারের হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ২৭৯ রান করে ভারত। লক্ষ্যে নেমে ৪২ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। বৃষ্টিতে তাদের ইনিংস নির্ধারিত হয় ৪৬ ওভারের।

২ রানে ভারত প্রথম উইকেট হারালে রোহিত শর্মার সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন কোহলি। এরপর আইয়ারের সঙ্গে ১২৫ রানের জুটি গড়েন ভারতীয় অধিনায়ক।

১২৫ বলে ১৪ চার ও ১ ছয়ে ১২০ রান করেন কোহলি। আইয়ার ৬৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৭১ রান করেন।

কার্লোস ব্যাথওয়েট উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন।

লক্ষ্যে নেমে ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামির পেসের সঙ্গে কুলদীপ যাদবের স্পিনে ধস নামে উইন্ডিজের ব্যাটিং লাইনে। এভিন লুইস সর্বোচ্চ ৬৫ রান করেন। ৪২ রান আসে নিকোলাস পুরানের ব্যাটে।

ব্রায়ান লারাকে টপকে রেকর্ড ৩০০তম ওয়ানডে খেলতে নামা ক্রিস গেইল ১১ রান করেন।

ভুববনেশ্বর সর্বোচ্চ ৪ উইকেট নেন। দুটি করে পান সামি ও কুলদীপ। ম্যাচসেরা হয়েছেন কোহলি।