বৃষ্টিতে ভাসলো লর্ডস টেস্টের প্রথম দিন

ক্রিজ বাঁচাতে মাঠকর্মীদের ব্যস্ততাঅ্যাশেজের দ্বিতীয় টেস্ট খেলতে লর্ডসে বুধবার মুখোমুখি হওয়ার কথা ছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু দিনভর বৃষ্টিতে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। ম্যাচটি স্থানীয় সময় সকাল ১১টায় হওয়ার কথা ছিল।

প্রথম দিনের এই ভারী বর্ষণে একটি বলও মাঠে গড়ায়নি। এমনকি হয়নি টসও। তবে অভিষেক ক্যাপ পেয়ে গেছেন ক্যারিবিয়ান বংশোদ্ভুত পেসার জোফরা আর্চার। তার সাসেক্স সতীর্থ ক্রিস জর্ডান তাকে ক্যাপ পরিয়ে দেন।

লর্ডসের ব্যালকনিতে বৃষ্টি দেখে কাটাতে হলো আর্চার-ওকসদেরপ্রথম ‍দুই সেশন মাঠ কর্মীদের খুবই ব্যস্ত সময় পার করতে হয়েছে। কয়েক দফা কাভার উঠিয়েছে তারা। খেলোয়াড়রাও ওয়ার্ম আপ করেছেন সেই সময়ে। কয়েক বার মাঠ পরিদর্শনে গেছেন আম্পায়াররা। কিন্তু মাঠ ভেজা থাকায় আর খেলা সম্ভব হয়নি।

চা বিরতির কিছুক্ষণ পর, স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে প্রথম দিনের স্টাম্প ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলায় বৃষ্টি বাগড়া দেবে না জানা গেছে আবহাওয়া অফিস সূত্রে। সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) শুরু হবে ‘চার দিনের’ এই টেস্ট। প্রথম দিন পরিত্যক্ত হওয়ায় ম্যাচের সময় আধ ঘণ্টা বাড়তে পারে।