টেস্ট দল নিয়ে এখনও দ্বিধায় নির্বাচকরা

জাতীয় দলের অনুশীলনেও সরব উপস্থিতি হাবিবুল বাশারের৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট। আফগানদের দলে রশীদ খান ও মোহাম্মদ নবীর মতো দুজন বিশ্বমানের স্পিনার আছে। তাই উইকেট যে স্পিন বান্ধব হচ্ছে না তা নিশ্চিত। তামিম ইকবালের অনুপস্থিতিতে উদ্বোধনী জুটি নিয়েও ভাবতে হচ্ছে বাংলাদেশকে।

আফগানিস্তান এরই মধ্যে দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনও করেনি। এ প্রসঙ্গে নির্বাচক হাবিবুল বাশার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘টেস্ট দল নিয়ে কোচ আর অধিনায়কের সঙ্গে আমরা প্রাথমিক আলোচনা করেছি। যেহেতু ঘরের মাঠে খেলা, তাই দল ঘোষণার জন্য আমরা একটু সময় নিচ্ছি। ৩০ অথবা ৩১ তারিখে আমরা দল ঘোষণা করবো।’

গত মার্চে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ টেস্টে ওপেনিংয়ে তামিমের সঙ্গী ছিলেন সাদমান ইসলাম। চট্টগ্রামে সাদমানের সঙ্গে ইমরুল কায়েস, জহুরুল ইসলাম অথবা সাইফ হাসানকে দেখা যেতে পারে উদ্বোধনী জুটিতে।

হাবিবুল অবশ্য এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি, ‘চট্টগ্রাম টেস্টে ওপেনিংয়ে সাদমানের সঙ্গী কে হবে সেটা নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি। পুরোনো কাউকে রাখা হবে, নাকি ভবিষ্যতের কথা ভেবে তরুণদের ওপরে আস্থা রাখা হবে তা নিয়ে আলোচনা করছি আমরা।’