কোহলি-মায়াঙ্কের হাফসেঞ্চুরিতে বড় স্কোরের স্বপ্ন ভারতের

হাফসেঞ্চুরির পর বিরাট কোহলিশুরুর ধাক্কা কাটিয়ে দলকে টেনে তুললেন বিরাট কোহলি ও মায়াঙ্ক আগারওয়াল। তাদের হাফসেঞ্চুরির পর হানুমা বিহারি ও ঋষভ পান্তের ব্যাটে বড় স্কোরের স্বপ্ন দেখছে ভারত। কিংস্টন টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৬৪।

প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাস নিয়ে কিংস্টনে নেমেছে সফরকারীরা। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতায় ফেরানোর লড়াই ক্যারিবিয়ানদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। অধিনায়ক জেসন হোল্ডারের সিদ্ধান্তের যথার্থ প্রমাণ মেলে ভারত ৪৬ রানে ২ উইকেট হারানোর পর।

ক্যারিবিয়ানদের উইকেট উৎসব শুরু করেন হোল্ডার নিজেই। ১৩ রান করা লোকেশ রাহুলকে অভিষিক্ত রাকিম কর্নওয়ালের ক্যাচ বানান তিনি। খানিক পর এই ১৪০ কেজি ওজনের কর্নওয়ালের শিকার হয়েই প্যাভিলিয়নে ফিরতে হয় চেতেশ্বর পূজারাকে। ৬ রানে তিনি ধরা পড়েন শামার ব্রুকসের হাতে।

ওই জায়গা থেকে দলকে টেনে তোলেন কোহলি ও মায়াঙ্ক। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৬৯ রান। তাদের এই জুটি ভাঙেন হোল্ডার। ক্যারিবিয়ান অধিনায়কের বলে ৫৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন মায়াঙ্ক। ১২৭ বলের ইনিংসটি তিনি সাজান ৭ বাউন্ডারিতে।

আজিঙ্কা রাহানের সঙ্গেও জুটি দাঁড় করে ফেলেছিলেন কোহলি। কেমার রোচের বলে রাহানে ২৪ রান করে আউট হলে ভাঙে তাদের ৪৯ রানের জুটি। তবে অন্যপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি পূরণ করে সেঞ্চুরির ‍পথে হাঁটছিলেন কোহলি, কিন্তু ৭৬ রান করে ভারতীয় অধিনায়ককে ফিরতে হয় প্যাভিলিয়নে। হোল্ডার তার তৃতীয় উইকেট তুলে নেন কোহলিকে উইকেটরক্ষক জ্যামার হ্যামিল্টনের গ্লাভসবন্দী করে। ১৬৩ বলের ইনিংসটি কোহলি সাজিয়েছেন ১০ বাউন্ডারিতে।

তার আউটের পর ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন বিহারি ও পান্ত। বিহারি অপরাজিত আছেন ৪২ রানে, আর তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন পান্ত ২৭ রান নিয়ে।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার হোল্ডার। ক্যারিবিয়ান অধিনায়ক ৩৯ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন রোচ ও কর্নওয়াল। ক্রিকইনফো