ম্যাচ জেতা অবশ্যই সম্ভব: সাকিব

সাকিব-২২চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিন শেষে কোণঠাসা বাংলাদেশ। প্রথম ইনিংসে আফগানিস্তানের করা ৩৪২ রানের জবাবে স্বাগতিকরা দিন শেষে ১৯৪ রান করেছে। হাতে ২ উইকেট থাকলেও সাকিবরা পিছিয়ে ১৪৮ রানে। এই অবস্থান ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া খুব কঠিন। যদিও শেষ বিকেলে মোসাদ্দেক হোসন ও তাইজুল ইসলামের ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি স্বপ্ন দেখাচ্ছে স্বাগতিকদের।

কঠিন এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতার আশা দেখছেন অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ম্যাচ জেতা অবশ্যই সম্ভব এবং ক্রিকেটে এমন অনেক হয়েছে। প্রথম ইনিংসে পিছিয়ে থাকার পরও এমন শত শত উদাহরণ আছে দলের ঘুরে দাঁড়ানোর। আমরাও আশা করব যেন এমন কিছুই হয়।’

সঙ্গে যোগ করেছেন, ‘এর জন্য অবশ্যই আমাদের যে দুজন উইকেটে আছে, তাদের প্রথম সেশন ভালো ব্যাটিং করতে হবে। এরপর দ্বিতীয় ইনিংসে বোলিংটা ভালো করতে হবে। রান তাড়া করতে যাওয়াটা অবশ্যই কঠিন হবে এই উইকেটে ওদের স্পিনারদের বিরুদ্ধে। তবে ম্যাচ জেতার বিশ্বাস আমাদের আছে।’

বিশ্বকাপে ৬০৬ রান ও ১১ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল সাকিবের। ইংল্যান্ড ও ওয়েলসের আসরের পর আফগানিস্তানের বিপক্ষেই প্রথমবার মাঠে নেমেছেন তিনি। মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি। কয়েক মাসের বিরতির পর ফিরে ব্যাট ও বল হাতে তেমন ভালো করতে পারেনি এই অলরাউন্ডার। চট্টগ্রাম টেস্ট জিততে দ্বিতীয় ইনিংসে সাকিবের পারফরম্যান্সের বিকল্পে নেই।

বিষয়টি মনে করিয়ে দিতেই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘আমরা এমন একটি পরিস্থিতিতে আছি, যার যার জায়গা থেকে সেরাটা দিতে পারলেই ভালো কিছু সম্ভব। একজন কিংবা দুজন মিলে আসলে কিছু সম্ভব নয়। সে জায়গা থেকে চিন্তা করলে এই ম্যাচে ভালো কিছু করতে পারলে সবার পারফরম্যান্সের বিকল্প নেই।’

শনিবার ১৪৮ রানে পিছিয়ে থেকে দিন শুরু করবে বাংলাদেশ। অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি গড়ে টিকে আছেন মোসাদ্দেক ও তাইজুল। তাদের সঙ্গে আছেন ডানহাতি অফস্পিনার নাঈম হাসান। এই অবস্থায় তৃতীয় দিনের লক্ষ্য কী হবে, জানতে চাইলে সাকিব বলেছেন, ‘আমি তো প্রত্যাশা করব যেন এই দুই উইকেট অন্তত একটি সেশন ব্যাটিং করে। সেটা করতে পারলে ব্যবধানটা কমে আসবে। ব্যবধান ৭০-৮০ পর্যন্তও আনতে পারলে আমাদের জন্য সুবিধা হবে। যদিও অনেক কঠিন একটি চ্যালেঞ্জ হবে। এরপর অবশ্যই খুব ভালো বোলিং করতে হবে। যেটা বিশ্ব ক্রিকেটে অনেকেই অনেক সময় করেছে, পিছিয়ে থাকার পরও ম্যাচ জিতেছে। আমাদের বোলাররা ম্যাজিকাল কিছু করার পর ব্যাটসম্যানদের ওপর নির্ভর করছে ফলটা কেমন হবে।’