টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারানো সহজ: মাসাকাদজা

জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকুড়ি ওভারের ক্রিকেটে এখনও পরিপক্ক হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে ভালো খেললেও এই ফরম্যাটে সংগ্রাম করতে হয় সাকিব-মুশফিকদের। পিছিয়ে থাকা জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাও মনে করেন, এই ফরম্যাটে বাংলাদেশকে হারানো সহজ।

শুক্রবার শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশের আয়োজন করা প্রতিযোগিতা শুরুর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন মাসাকাদজা। টি-টোয়েন্টি ক্রিকেট ছোট ফরম্যাট হওয়ায় ব্যবধান কমে আসে দলগুলোর মধ্যে, তাই ছোট বা নিচের দিকের দলগুলোর সুযোগ বেশি তৈরি হয় বলে মনে করেন জিম্বাবুয়ে অধিনায়ক।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে হারানো সহজ কিনা, এমন প্রশ্নে মাসাকাদজার ঝটপট উত্তর, ‘হ্যাঁ। কেননা ম্যাচের ফরম্যাট যত ছোট হবে, দলগুলোর ব্যবধান ততই কমে আসবে। টি-টোয়েন্টি এমন একটি ফরম্যাট, যেখানে যে কেউ একাই ম্যাচ টেনে নিতে পারে ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সব মিলিয়ে এই ফরম্যাটে বড় দল কিংবা ছোট দল বলে কিছু নেই।’

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। স্বাগতিকদের থেকেও এগিয়ে ৭ নম্বরে আফগানিস্তান। জিম্বাবুয়ের অবস্থান ১৪ নম্বরে। স্বাভাবিকভাবে ত্রিদেশীয় সিরিজে দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও আফগানিস্তানকে সমীহ করছেন জিম্বাবুয়ে অধিনায়ক, ‘দুটি দলই খুব শক্তিশালী। আফগানিস্তান দারুণ টি-টোয়েন্টি খেলছে। আর বাংলাদেশ খেলেবে ঘরের মাটিতে। আমি বলব দুটো দলই শক্তিশালী। টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদেরও সাফল্য আছে। এর আগে বাংলাদেশে আমরা বেশ ভালো টি-টোয়েন্টি খেলেছি। এখানকার কন্ডিশন সম্পর্কেও জানি। সুতরাং, আমরা পিছিয়ে থেকে শুরু করছি না।’

শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের। এর আগে বুধবার ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলেছে তারা। এই ম্যাচের আত্মবিশ্বাস কাজে দেবে বলে মনে করেন মাসাকাদজা, ‘প্রস্তুতি ম্যাচটা ভালোই গিয়েছে। আমাদের প্রক্রিয়া সঠিক ছিল। কিন্তু আমরা সামনে তাকাতে চাইছি। কেননা শেষ ম্যাচটি (প্রস্তুতি) যেমন গিয়েছে বা ওখানে যা করেছি, এই ম্যাচে সেটা কাজে আসবে না। নতুন ম্যাচে নতুন করেই শুরু করতে হবে।’