টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরেছে বাংলাদেশআফগানিস্তানের কাছে একমাত্র টেস্টে হারের পর এবার টি-টোয়েন্টি পরীক্ষার সামনে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। টস হেরে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টেলিভিশন।

সাদা পোশাকের চেয়ে রঙিন পোশাকে আফগান স্পিনাররা আরও বেশি ভয়ঙ্কর। বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান দেখলেই সেটা স্পষ্ট হবে। চারবারের দেখায় আফগানিস্তান এগিয়ে ৩-১ এ। দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছিল আফগানিস্তান। তাদের স্পিন আক্রমণে কোনঠাসা হয়ে পড়েন বাংলাদেশি ব্যাটসম্যানরা। রবিবার ম্যাচের আগে একই শঙ্কাই হয়তো উঁকি দিচ্ছে! তবে জিম্বাবুয়েকে হারিয়ে জয়ে ফেরা সাকিবরা আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে আশাবাদী। বিশেষ করে গত ম্যাচের জয় দলকে মানসিকভাবে চাঙ্গা করেছে, বাড়িয়ে দিয়েছে আত্মবিশ্বাস।

জয়ে ফেরার পরও বাংলাদেশের দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডারের ব্যাটিং। এই পজিশনে গত কিছুদিন ধরেই সাফল্য আসছে না। আগের ম্যাচে সৌম্য, লিটন, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতা দলের ওপরও প্রভাব ফেলছে। আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচের সেই হতাশার পুনরাবৃত্তি হলে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে স্বাগতিকদের।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে প্রথম টি-টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ। মিরপুরের সেই ম্যাচের সুখস্মৃতি নিয়ে মাঠে নামছে তারা। ওই ম্যাচে মাত্র ৭৮ রানে আফগানদের অলআউট করে তারা জিতেছিল ৯ উইকেটে।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নাজিব তারাকাই, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান।