ওয়ানডে খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে যুব দল

অনূর্ধ্ব-১৯ দলত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারের দুঃখ ঘোচাতে এবার নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। আগামীকাল সোমবার ক্রাইস্টচার্চের উদ্দেশে ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা।

৫ ম্যাচের এই ওয়ানডে সিরিজ খেলতে রবিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আকবল আলীর নেতৃত্বে ১৫ জনের দল যাচ্ছে তাসমান সাগরের পাড়ের দেশটিতে।

আগামী ২৫ সেপ্টেম্বর ক্রাইস্টচার্চে পৌঁছাবে বাংলাদেশের যুব দল। দুই দিন পর হবে একটি প্রস্তুতি ম্যাচ। ২৯ সেপ্টেম্বর হবে প্রথম ওয়ানডে, ভেন্যু ক্রাইস্টচার্চের লিংকন ইউনিভার্সিটির বার্ট সুটক্লিফ ওভালে।

একই মাঠে হবে বাকি চার ম্যাচ- ২, ৬, ৯ ও ১৩ অক্টোবর। আকবররা দেশের ফিরতি বিমান ধরবেন ১৪ অক্টোবর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শাহাদাৎ হোসেন, রকিবুল হাসান, আসাদউল্লাহ হিল, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহমুদুল হাসান, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শামীম হোসেন, অনিক সরকার, হাসান মুরাদ।

স্ট্যান্ডবাই: অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, আশরাফুল ইসলাম, রিশাদ হোসেন, শাহীন আলম, মিনহাজুর রহমান।