মিরাজের ৫ উইকেটের পর ড্র

মিরাজ পেয়েছেন ৫ উইকেটশ্রীলঙ্কা সফরে ব্যাট-বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে হাফসেঞ্চুরির পর বল হাতে এই স্পিনার পেয়েছেন ৫ উইকেট। তার এই প্রাপ্তির পর হাম্বানতোতায় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচটি ড্রতে শেষ করেছে বাংলাদেশ।

মিরাজের ঘূর্ণিতে শ্রীলঙ্কা ‘এ’ দল প্রথম ইনিংসে ৪৫০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে এক ওভারে ১ রান করার পর ড্র মেনে নেয় দুই দল। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৬০ রান।

মুমিনুল হকদের এই ইনিংস করার পথে হাফসেঞ্চুরি করেছিলেন মিরাজ। ১১৪ বলে ৭ বাউন্ডারিতে ৫৭ রান করেন ঘরের মাঠের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ মিস করা এই অলরাউন্ডার। ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে ওঠেন তিনি। দ্বিতীয় দিনে ১ ‍উইকেট পাওয়া মিরাজ শেষ দিনে শ্রীলঙ্কার আরও চার ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রথম শ্রেণি ক্রিকেটে পূরণ করেন ১২তম ৫ উইকেট।

মিরাজের শিকারে পরিণত হয়েছেন সঙ্গীত কুরে (১০৪), আশান প্রিয়াঞ্জন (৩৭), রমেশ মেন্ডিস (২১), মালিন্দা পুষ্পকুমারা (১৫) ও বিশ্ব ফার্নান্ডো (৪)। শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক কামিন্দু মেন্ডিস। মোহাম্মদ মিঠুনের বলে বোল্ড হওয়ার আগে ২৮২ বলে ১৯ বাউন্ডারিতে তিনি করেন ১৬৯ রান। ৬১ রান করেছেন প্রিয়ামাল পেরেরা।

দারুণ সময় কাটানো মিরাজ ৪৬.১ ওভারে ১৫০ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট। মিঠুন ৩৪ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট শিকার এবাদত হোসেন ও মেহেদী হাসান রানার।

শ্রীলঙ্কাকে অলআউট ‍করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ড্র হওয়ার আগে জহুরুল ইসলাম করেন ১ রান, আরেক ওপেনার সাদমান ইসলাম কোনও রান ‍করেননি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’: প্রথম ইনিংসে ১২০.১ ওভারে ৩৬০ (মোহাম্মদ মিঠুন ৯২, জহুরুল ইসলাম ৯০, মেহেদী হাসান মিরাজ ৫৭, সাদমান ইসলাম ৫৩; রমেশ মেন্ডিস ৩/৫৭, আসিথা ফার্নান্ডো) ও দ্বিতীয় ইনিংসে ১ ওভারে ১/০ (জহুরুল ১, সাদমান ০)।

শ্রীলঙ্কা ‘এ’ দল: ১২১.১ ওভারে ৪৫০ (কামিন্দু মেন্ডিস ১৬৯, সঙ্গীত কুরে ১০৪, প্রিয়ামাল পেরেরা ৬১; মিরাজ ৫/১৫০, মিঠুন ২/৩৪)।

ফল: ড্র।