সেরা ডাবল সেঞ্চুরি বেছে নিলেন কোহলি

কোহলিআরেকটি ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনে টেস্ট দিয়ে খেলেছেন তিনি ক্যারিয়ার সর্বোচ্চ হার না মানা ২৫৪ রানের ইনিংস। তাতে টেস্ট ক্যারিয়ারে সপ্তমবার পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা। সেখান থেকে সেরা দুটি দ্বিশতক বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক।

পুনে টেস্টের দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি করার পথে বেশ কয়েকটি রেকর্ড নতুন করে লিখেছেন কোহলি। ৭ ডাবল সেঞ্চুরিতে পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের। একই সঙ্গে ছুঁয়েছেন ৭ হাজার রানের মাইলফলক।

টেস্ট ক্যারিয়ারের ৭ ডাবল সেঞ্চুরি থেকে সেরা হিসেবে কোহলি বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে করা দ্বিশতক দুটিকে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলেছিলেন অ্যান্টিগায়। অন্যদিকে ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে খেলেছিলেন ২৩৫ রানের ঝলমলে ইনিংস।

ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘প্রত্যেকটিই চমৎকার। অবশ্যই সব ডাবলেই ভালো লাগা কাজ করে। তবে যদি সেরা দুটির কথা বলা হয়, তাহলে আমি অ্যান্টিগা (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ও মুম্বাইয়ের (ইংল্যান্ডের বিপক্ষে) ইনিংসকে বেছে নেবো।’

এই দুটিকে সেরা বেছে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন কোহলি, ‘সব ডাবলই বিশেষ, তবে এই দুটি বেশি স্পেশাল। কারণ একটি ঘরের বাইরে অ্যাওয়েতে করেছিলাম। অন্যটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং কন্ডিশনে। খুব কঠিন ছিল।’

অধিনায়কত্ব আরও ভালো খেলতে সাহায্য করছে বলে জানিয়েছেন তিনি, ‘ক্যারিয়ারের শুরুর দিকে বড় স্কোর করতে ভুগতে হয়েছে আমাকে, তবে অধিনায়ক হওয়ার পর দৃশ্য পাল্টে গেছে। এখন আরও ফোকাস রেখে ব্যাট করতে পারি।’