অধিনায়ক কোহলির আরেকটি কীর্তি

কোহলি-১অধিনায়ক হিসেবে ৫০তম টেস্টকে স্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি। ব্যাট হাতে ডাবল সেঞ্চুরির পর ইনিংস ব্যবধানে জিতেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পুনে টেস্ট জিতে আরেকটি কীর্তি গড়েছেন কোহলি। অধিনায়ক হিসেবে ৫০ টেস্টে জয়ের সংখ্যায় তার ওপরে আছেন কেবল স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং।

পুনে টেস্টে কোহলি খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ২৫৪* রানের ইনিংস। তাতে রানের পাহাড় গড়া ভারত পেয়েছে ইনিংস ও ১৩৭ রানের জয়। প্রোটিয়াদের বিপক্ষে জিতে ভারত গড়েছে আরেকটি রেকর্ড। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার টানা ১০ জয়ের রেকর্ড ভেঙেছে তারা। যাতে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্তিশালী করেছে।

পুনে টেস্টে অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচ খেলতে নামা কোহলি পেয়েছেন ৩০তম জয়। ৫০ টেস্টে অধিনায়ক হিসেবে জয়ের সংখ্যার তার চেয়ে এগিয়ে আছেন কেবল দুই অস্ট্রেলিয়ান গ্রেট স্টিভ ওয়াহ (৫০ টেস্টে ৩৭ জয়) ও রিকি পন্টিং (৫০ টেস্টে ৩৫ জয়)। কোহলি ঘরের মাঠে খেলা ২৩ টেস্টে জিতেছেন ১৭টিতে, আর বিদেশের মাটিতে খেলা ২৭ টেস্টে জয় ১৩টিতে।

ওয়াহ সব মিলিয়ে ৫৭ টেস্টে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়াকে। যেখানে ৪১ জয়, ৯ হার ও ৭ টেস্ট ড্র করেছেন তিনি। জয়ের শতাংশ ৭১.৯২ ভাগ।

পন্টিং ৭৭ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে ৪৮ জয়, ১৬ হার ও ১৩ ম্যাচে ড্র করেছেন, যেখানে জয়ের শতাংশ ৬২.৩৩। দুই অস্ট্রেলিয়ানের পরই তৃতীয় স্থানে কোহলি। তার জয় ৬০ শতাংশ, ৫০ টেস্টে ৩০ জয়ের সঙ্গে ১০টিতে হেরেছেন আর ১০টিতে করেছেন ড্র।