আইসিসির সদস্য পদ ফিরে পেলো জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে ক্রিকেট দলস্বস্তি ফিরলো জিম্বাবুয়ের ক্রিকেটে। নিষিদ্ধ হওয়ার তিন মাসের মাথায় আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্য পদ ফিরে পেয়েছে আফ্রিকার দেশটি। আইসিসির ইভেন্টে অংশগ্রহণে আর কোনও বাধা থাকলো না তাদের।

সোমবার দুবাইয়ে আইসিসির সভায় সর্বসম্মতিক্রমে জিম্বাবুয়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গত জুলাইয়ে আফ্রিকার দেশটির সদস্য পদ কেড়ে নিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। তবে আইসিসির চাওয়া অনুযায়ী, আগের পরিস্থিতি থেকে আমূল পরিবর্তন এনে সদস্য পদ ফিরে পেলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

আইসিসি নির্দেশ দিয়েছিল জুনে নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই যেন বোর্ডটি গঠন করা হয়। আইসিসির বেঁধে দেওয়া শর্ত যথাযথ পালন করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর তাদের ‘নিষ্ঠা ও একাগ্রতায়’ মুগ্ধ। জিম্বাবুয়ের সদস্য পদ ফিরে পাওয়ার ব্যাপারে তিনি বলেছেন, ‘জিম্বাবুয়ের ক্রিকেটকে নতুন করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রীকে (কিরস্টি কভেন্ট্রি) আমি ধন্যবাদ দিতে চাই। জিম্বাবুয়ের ক্রিকেটের প্রতি তার সমর্থন পরিষ্কার, আইসিসির সদস্য পদ ফিরে পাওয়ার ব্যাপারে তার অবদান অনেক।’

নিষিদ্ধ থাকায় জিম্বাবুয়ের ক্রিকেটে আইসিসির সব অনুদান বন্ধ ছিল। একই সঙ্গে আইসিসির ইভেন্টে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছিল তারা। তবে এখন আবার অনুদানের পথ খোলা থাকবে বলে জানিয়েছেন মনোহর। তবে ‘নিয়ন্ত্রিত পদ্ধতিতে’ পাবে অনুদান। মনোহর বলেছেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটের উন্নয়নে নিয়ন্ত্রিত পদ্ধতিতে অনুদান দেওয়া হবে। তাদের ক্রিকেটকে আগের জায়গায় নিতে আইসিসির অবস্থান একই থাকবে।’

জিম্বাবুয়ের পুরুষ ও মহিলা দল এখন আইসিসির সব প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। কিন্তু সিদ্ধান্তটা দেরিতে আসায় ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না তাদের। যদিও জানুয়ারির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে আর বাধা থাকলো না। একই সঙ্গে তারা যোগ দেবে ২০২০ সাল থেকে শুরু হতে যাওয়া ছেলেদের ওয়ানডে সুপার লিগে।

জিম্বাবুয়ের সঙ্গে আইসিসির সদস্য পদ ফিরে পেয়েছে নেপাল। নিয়ম ভাঙায় ২০১৬ সালে তাদের নিষিদ্ধ করা হয়েছিল। তবে শর্ত সাপেক্ষে এশিয়ার দেশটির সদস্য পদ ফিরিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। ক্রিকইনফো