লেগ স্পিনার না খেলানোয় দুই কোচকে বিসিবির তলব

জুবায়ের হোসেন (বাঁমে) ও রিশাদ হোসেনকে খেলায়নি তাদের দলজাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নির্বাচকদের পক্ষ থেকে অনুরোধ ছিল লেগ স্পিনার খেলানোর। কিন্তু সেটি আমলে নেয়নি রংপুর ও ঢাকা বিভাগের টিম ম্যানেজমেন্ট। ‘নিয়ম’ না মানায় দল দুটির কোচকে তলব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা বিভাগের লেগ স্পিনার জুবায়ের হোসেন ও রংপুরের লেগ স্পিনার রিশাদ হোসেনকে জাতীয় লিগের চলতি আসরের দুই ম্যাচে রাখা হয়েছে একাদশের বাইরে। এই কারণে কোচদের ওপর চটেছেন বোর্ড প্রধান নাজমুল হাসান। জুবায়ের ও রিশাদকে না খেলানোর কারণ জানতে দুই দলের কোচকে ডেকে পাঠিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়ায় ঢাকা-রংপুর ম্যাচে জুবায়ের ও রিশাদের নাম একাদশে না দেখে হতাশ নাজমুল। সংবাদমাধ্যমকে বোর্ড প্রধান বলেছেন, ‘আমরা আমাদের কিছু খেলোয়াড়কে খেলাতে চাই, যেটি হচ্ছে না। আমরা লেগ স্পিনার নিয়ে এত কথা বলার পরও এনসিএলে রিশাদকে এখনও খেলানো হয়নি। লিখনকেও (জুবায়ের) খেলানো হয়নি। এত কিছু বলার পরও কেন হচ্ছে না?’

বিসিবির করণীয় প্রসঙ্গে নাজমুল নিজেই বললেন, ‘এখানে তাহলে কী করণীয়? এই নিয়ন্ত্রণটি আমাদের হাতে নেই। আমরা আপাতত যেটা করেছি, সেটা হলো এনসিএলে কেন খেলায়নি, এজন্য দুই কোচকে তলব করা হয়েছে আজ (বৃহস্পতিবার)। ওদের তো খেলাতে হবে, না খেলালে ওরা আসবে কী করে।’

ভারতের ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে চায় বাংলাদেশ। সে কারণে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা করতে চায় বিসিবি। নাজমুলের বক্তব্য, ‘নতুন খেলোয়াড়ের সন্ধানে নেমেছি। অনেক পরীক্ষা-নিরীক্ষা হবে, এতদিন শুধু জেতার জন্য খেলেছি। এখন কিন্তু আমরা পরীক্ষা করব। অনেক কিছু হচ্ছে, হবে; তাতে সাময়িকভাবে মনে হবে এটা কেন হচ্ছে, এটা কেন করছি।’