সাকিব ভক্তদের প্রতিবাদে উত্তাল মিরপুর (ভিডিও)


সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবরে সারা দেশ স্তম্ভিত। বিশ্বসেরা অলরাউন্ডারের ভক্তরা তো রীতিমতো ক্ষুব্ধ। মঙ্গলবার সন্ধ্যায় তারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গেটের সামনে। তাদের শ্লোগানে উত্তাল হয়ে ওঠে মিরপুরের ক্রিকেটাঙ্গন।

প্ল্যাকার্ডে লেখা ছিল ‘সাকিব কি ষড়যন্ত্রের শিকার?’, ‘যদি তুমি চুপ থাকো তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’, ‘নো সাকিব, নো ক্রিকেট’, ‘সাকিববিহীন ক্রিকেট মানছি না মানবো না’, ‘হঠাৎ কেন এই ষড়যন্ত্র’, ‘উই ওয়ান্ট জাস্টিজ’।

1প্রতিবাদে অংশ নেওয়া ভক্তরা প্রথমে স্টেডিয়াম প্রাঙ্গনে মিছিল এবং এরপর স্টেডিয়ামের সামনে এক লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় এক তরুণ বলেন, ‘দুই বছর আগের ঘটনা কেন এই সময়ে এলো? একটা ঘটনার পর কেন সামনে এলো? দুই বছর আগের ঘটনায় কেন আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট অ্যাকশনে গেলো না? কেন এই মুহূর্তে ব্যবস্থা নিলো? এটা আমাদের জন্য খুবই বিস্ময়কর আর হতাশাজনক। আইসিসি একদমই যৌক্তিক সিদ্ধান্ত নেয়নি। ক্রিকেটারদের আন্দোলনের পর এমন একটা সিদ্ধান্তকে আমরা স্বাভাবিকভাবে দেখছি না। আমাদের মনে হচ্ছে, এর পেছনে প্রভাব খাটানো হয়েছে।’

3আরেক সাকিব ভক্ত বলেন, ‘আমাদের মনে হচ্ছে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। সাকিবকে অকার্যকর এবং তার মেধাকে ধ্বংস করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এটা একটা প্রতিহিংসার নমুনা। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করতে একটি কুচক্রি মহল দীর্ঘদিন ধরে কাজ করছে। এটা তারই একটা নমুনা।’

ছবি: নাসিরুল ইসলাম
আরও পড়ুন...

ডলারের প্রস্তাবে জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব!

সে আরও শক্তিশালী হয়ে ফিরবে: সাকিবের স্ত্রী

ডলারের প্রস্তাবে জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব!

আমি সত্যিই দুঃখিত: সাকিব

আমরা সাকিবের পাশে আছি: প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টিতে সাকিবের জায়গায় তাইজুল, অধিনায়ক মাহমুদউল্লাহ

 

সাকিব খেলতে পারবেন ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে

আইসিসির নিষেধাজ্ঞায় একবছর খেলতে পারবেন না সাকিব