ভারতের মাটিতে জেতার ‘বিশেষ অনুভূতি’ মুশফিকের

সংবাদ সম্মেলনে মুশফিক২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ মুহূর্তের চাপে ভারতের কাছে হারের যন্ত্রণা হয়তো কিছুটা হলেও দূর করতে পেরেছেন মুশফিকুর রহিম। রবিবার প্রথম টি-টোয়েন্টিতে দিল্লিতে সাকিব-তামিমহীন ম্যাচে ঠাণ্ডা মাথায় দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে। ভারতের দর্শকদের সামনে এই সাফল্যে বিশেষ অনুভূতি হচ্ছে ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

৩৯ রানে জীবন পাওয়া মুশফিক ১৯তম ওভারের শেষ চার বলে টানা ৪ মারেন মুশফিক। তাতেই ম্যাচ হাতের মুঠোয় চলে আসে সফরকারীদের। ৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে হন ম্যাচসেরাও। দুর্দান্ত এই ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার পর মুশফিক বলেছেন, ‘হাজার হাজার দর্শকের সামনে আমরা খেলছিলাম, এটা অবশ্যই বিশেষ অনুভূতির।’

তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে মুশফিকের ৫৫ বলে ৬০ রানের জুটি বাংলাদেশকে লড়াইয়ে টিকিয়ে রাখে। ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান বলেছেন, ‘সৌম্যর সঙ্গে আমার কথা হচ্ছিল। ম্যাচকে বেশ এগিয়ে নেওয়ার চিন্তা আমরা করেছিলাম। সৌভাগ্যবশত অনেক ওভার খেলতে পেরেছি। তবে সৌম্য সত্যিই তার অবদান ভালোভাবে রেখেছে।’

৭ উইকেটের জয়ে মোহাম্মদ নাঈম ও বোলারদের কৃতিত্ব দিতে ভুললেন না ম্যাচসেরা মুশফিক, ‘নাঈমও ভালো করেছে এবং বোলাররাও। একজন ক্রিকেটার হিসেবে উন্নতি করতে আমার সেরাটা দিয়ে যাচ্ছি। আশা করি বাংলাদেশের জন্য প্রত্যেক খেলায় ভালো কিছু করতে পারবো।’