রাজকোটে কিউইদের জয় বাংলাদেশের অনুপ্রেরণা

মোহাম্মদ নাঈমের একটি শটভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) রাজকোটের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে মাহমুদউল্লাহরা। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে জয়ের রেকর্ডে বাংলাদেশ অনুপ্রেরণা খুঁজতে পারে নিউজিল্যান্ডের কাছ থেকে।

দিল্লির প্রথম ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়ে রাজকোটে নেমেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ে এখন সিরিজ জেতার হাতছানি বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। রাজকোটে আগে ব্যাট করে ম্যাচ জেতার অনুপ্রেরণা নিতে পারে বাংলাদেশ কিউইদের কাছ থেকে।

টি-টোয়েন্টিতে মাত্র তৃতীয় ম্যাচ আতিথ্য দিচ্ছে রাজকোটের স্টেডিয়ামটি। আগের দুই ম্যাচে প্রথমে ব্যাট করা দুই দলের ভাগ্য ছিল দুই রকম। ২০১৩ সালে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের প্রথম টি-টোয়েন্টিতে ভারত জিতলেও চার বছর পর দ্বিতীয় কুড়ি ওভারের ম্যাচে আগে ব্যাট করে জিতেছিল নিউজিল্যান্ড। কিউইদের জেতা ওই ম্যাচটি বাংলাদেশের অনুপ্রেরণা।

রাজকোট রান উৎসবই দেখেছে টি-টোয়েন্টিতে। বাংলাদেশ-ভারত ম্যাচের আগে দুই দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ও রোহিত শর্মা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ব্যাটিং সহায়ক উইকেট পাচ্ছেন তারা। ২০১৭ সালে এখানে হওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও হয়েছিল রান উৎসব। সেবার টস জিতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড কলিন মুনরোর সেঞ্চুরিতে (১০৯*) ২ উইকেটে করেছিল ১৯৬ রান। সেই লক্ষ্যে ট্রেন্ট বোল্টের তোপে ভারত ৭ উইকেটে করতে পেরেছিল ১৫৬ রান। তাতে কিউইরা পায় ৪০ রানের জয়।

ওই ম্যাচের পর আজই প্রথম টি-টোয়েন্টিতে আতিথ্য দিয়েছে রাজকোট। ভারত টস জিতে বাংলাদেশেকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানোয় দুই বছর আগের নিউজিল্যান্ডের ম্যাচটি সামনে চলে আসছে। কিউইদের পথে হাঁটতে পারলে সিরিজ জয়ের উৎসব করার উপলক্ষ তৈরি হবে বাংলাদেশের। ক্রিকইনফো