নেপিয়ারে মালান-মরগানের রেকর্ড

দ্রুততম সেঞ্চুরি করলেন মালাননেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিস্ফোরক ছিলেন অধিনায়ক এউইন মরগান ও ডেভিড মালান। দেশের হয়ে কুড়ি ওভারের ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন মরগান, আর মালান করেছেন দ্রুততম সেঞ্চুরি।

দুজনের রেকর্ড গড়া ইনিংসে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডও তাদের সর্বোচ্চ স্কোর করেছে। ম্যাকলিন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ২৪১ রান। ৫৮ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন মরগান ও মালান।

২১ বলে ৫ চার ও ৩ ছয়ে পঞ্চাশ ছোঁন মরগান, পেছনে ফেলেন উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলারকে। ২০১৮ সালে বার্মিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ বলে ফিফটি করেন তিনি। ৩১ বলে ছয় চার ও এক ছয়ে ফিফটি ছোঁয়ার পর আরও মারকুটে হয়ে ওঠেন মালান। বাকি পঞ্চাশ পার করতে তার লেগেছে আর মাত্র ১৭ বল।

অধিনায়কোচিত ইনিংস খেলেন মরগান৪৮ বলে ৯ চার ও ৬ ছয়ে ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরি করেন মালান। অ্যালেক্স হেলসের পর দ্বিতীয় ইংলিশ ব্যাটসম্যান হিসেবে কুড়ি ওভারের ক্রিকেটে শতক করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ইনিংস শেষ হওয়ার দুই বল আগে মরগানকে ফেরান টিম সাউদি। ৭টি করে চার ও ছয়ে ৪১ বলে ৯১ রান করেন সফরকারী অধিনায়ক। তৃতীয় উইকেটে মালানের সঙ্গে তার ছিল ১৮২ রানের জুটি, যেটা ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ। ৫১ বলে ৯ চার ও ৬ ছয়ে ১০৩ রানে অপরাজিত ছিলেন মালান।