ভারতকে ফেভারিট মানছেন না রোহিত

রোহিত শর্মাফেভারিট ট্যাগে বিশ্বাসী নন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রবিবার সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের চেয়ে যে দল ভালো খেলবে, তারাই জিতবে বললেন তিনি।

তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় থেকে নাগপুরে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্যাচ জয়ী দল পাবে সিরিজের ট্রফি। প্রথম ম্যাচ জিতে শুরু করা বাংলাদেশ গত বৃহস্পতিবার হেরে যায় দ্বিতীয় টি-টোয়েন্টি। দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরায় ভারত। শক্তিতে দুই দলের ফারাক থাকলেও কুড়ি ওভারের ক্রিকেটে যে কোনও কিছু ঘটতে পারে মনে করেন রোহিত।

নিজেদের ফেভারিট মানতে নারাজ ভারপ্রাপ্ত অধিনায়ক, ‘আমরা বিশ্বাস করি না যে, আমরা ফেভারিট। আমাদের আগে মাঠে নামতে হবে এবং সেরাটা খেলতে হবে। এভাবেই আপনাকে জিততে হয়, ফেভারিট ট্যাগ দিয়ে নয়। নির্দিষ্ট দিনে আপনাকে ভালো খেলতে হবে।’

দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ১০ বার, যার ৯টিই জিতেছে ভারত। র‌্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে (৯) পাঁচ ধাপ এগিয়ে পঞ্চম স্থানে স্বাগতিকরা। কিন্তু এসব ব্যাপার ম্যাচে কোনও ভূমিকা রাখবে না মনে করেন রোহিত, ‘আমরা দেখেছি, বিশেষ করে টি-টোয়েন্টিতে যে দল ভালো খেলে তারাই ম্যাচ জেতে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ছিল ভালো, তারা ম্যাচটি জিতেছে। আর দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলেছি, জিতেছি আমরা। ম্যাচের দিন প্রতিপক্ষের চেয়ে আমাদের ভালো খেলতে হবে। অতীতে কী রেকর্ড ছিল সেটা কোনও ব্যাপার নয়।’

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয়ের নায়ক রোহিত। মাত্র ৪৩ বলে ৮৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই ওপেনার। শুধু এই ম্যাচে নয়, বাংলাদেশের বিপক্ষে বরাবরই বিপজ্জনক রোহিত। কুড়ি ওভারের ক্রিকেটে দুই দলের লড়াইয়ে ৪৫০ রান করে শীর্ষ ব্যাটসম্যান তিনি। বাংলাদেশের বিপক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ বাউন্ডারিও তার- ৩৬ চার ও ২১ ছয়।

বাংলাদেশের বিপক্ষে এমন সাফল্যের রহস্য কী জানতে চাইলেও জবাব মেলেনি রোহিতের, ‘আমি যদি বলে দেই রহস্য কী, তাহলে ওরা জেনে যাবে এবং আমাকে আটকে দেবে। আমি এটা প্রকাশ করতে চাই না। শুধু বাংলাদেশ নয়, সব প্রতিপক্ষের বিপক্ষে খেলতে ভালোবাসি আমি। এখানে আমি ক্রিকেট খেলতে এসেছি। নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারা দারুণ সম্মানের। আমি প্রত্যেক মুহূর্ত উপভোগ করছি।’