মোস্তাফিজে ‘ভয়’ কোহলির

মোস্তাফিজুর রহমান (ফাইল ছবি)ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা ভুলেই যেতে চাইবেন মোস্তাফিজুর রহমান। ছন্দ হারিয়ে বিবর্ণ এই পেসার পুরোপুরি ব্যর্থ হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের সামনে। অথচ টেস্ট সিরিজে তাকেই ‘হুমকি’ মনে করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

আগামীকাল (বৃহস্পতিবার) ইন্দোরে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের টেস্ট সিরিজ। পাঁচ দিনের ম্যাচের আগে কুড়ি ওভারের সিরিজ বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। তিন ম্যাচের এই সিরিজে একটি উইকেটও পাননি মোস্তাফিজ, উল্টো ‘মুক্ত হস্তে’ খরচ করেছেন রান। ধারহীন মোস্তাফিজে নির্ভারই থাকার কথা ভারতীয় ব্যাটসম্যানদের। কিন্তু কোহলি বাঁহাতি এই পেসারেই বেশি সতর্ক।

আজ (বুধবার) ইন্দোর টেস্টের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন কোহলি। সেখানেই সাংবাদিকদের সামনে মোস্তাফিজের প্রশংসা ঝরেছে তার কণ্ঠে। একই সঙ্গে বাংলাদেশি পেসারকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন ভারতীয় অধিনায়ক, ‘মোস্তাফিজুর খুব ভালো বোলার। আমার বেশ কয়েকবার তার মুখোমুখি হয়েছি। বাঁহাতি পেসাররা সবসময়ই অন্যরকম হয়, আমরা অবশ্য তাদের খেলে অভ্যস্ত। যদিও বাড়তি নজর রাখতে হবে, কারণ আমাদের নিয়মিত বাঁহাতি পেসারের বিপক্ষে খেলা হয় না, যখন কিনা আমাদের দলে বাঁহাতি পেসারই নেই। তাই এটা চ্যালেঞ্জিং, যদিও আমার চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

ঘরের মাঠের টেস্টে এমনিতেই ভয়ঙ্কর দল ভারত। অন্যদিকে বাংলাদেশ নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে হারের পর প্রথমবার লাল বলের ক্রিকেটে নামতে যাচ্ছে। এরপরও টাইগারদের নিয়ে সতর্ক কোহলি। বিশেষ করে, মোস্তাফিজের দিকে আলাদা নজর রাখছে তারা।

টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজ নিজের ছায়ায় বন্দি থাকলেও তাকে ‘হুমকি’ মনে করছেন কোহলি, ‘এমন নয় যে, আমরা বাঁহাতি পেসারদের বিপক্ষে গুটিয়ে যাই। তবে এই জায়গাটা (বাঁহাতি পেসারের বিপক্ষে) আমাদের জন্য কঠিন, কারণ তাদের বিপক্ষে আমরা নিয়মিত খেলি না। তাই সে (মোস্তাফিজ) হুমকি হয়ে দাঁড়াবে, বাংলাদেশের মূল অস্ত্র হতে যাচ্ছে সে।’

সঙ্গে যোগ করলেন, ‘সে অভিজ্ঞ বোলার, তাছাড়া আইপিএল খেলার কারণে ভারতীয় ব্যাটসম্যানদের খুব ভালোভাবে জানে। আমরাও তার বিপক্ষে খেলেছি এবং ভালোভাবে জানি। তাই আমার মনে হয়, ভালো বোলারের বিপক্ষে মনোযোগ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ।’

ইন্দোর টেস্টে ভারতের পেস আক্রমণও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য। সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের তিন পেসার খেলানোর ইঙ্গিত মিলেছে কোহলির কথায়, ‘পিচ দেখার পর মনে হচ্ছে এটাই (তিন পেসার) হয়তো সম্ভাব্য। তাছাড়া উমেশ (যাদব) ভালো করছে। (মোহাম্মদ) সামি দুর্দান্ত সময় কাটাচ্ছে। (জসপ্রিৎ) বুমরাহ এখনও ফিট হতে পারেনি। গত বছরে সম্ভবত আমাদের সবচেয়ে ধারাবাহিক বোলার ইশান্ত (শর্মা)।’

ইশান্ত, উমেশ ও সামির সঙ্গে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে হতে পারে ভারতের বোলিং আক্রমণ। তাদের সামনেই সবশেষ সিরিজে তছনছ হয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপ!