‘ওমানের বিপক্ষে বাংলাদেশের পয়েন্ট পাওয়া সম্ভব’

বাংলাদেশ ফুটবল দলকাতার বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের পারফরম্যান্স আশা জাগানিয়া। জেমি ডে’র দলকে নিয়ে তাই বাজি ধরার লোকের সংখ্যা কম নয়। ইংলিশ কোচের গড়া দলটি যেমন রক্ষণ শক্ত রাখতে পারে, তেমনি প্রতি আক্রমণে উঠে নাড়িয়ে দিতে পারে প্রতিপক্ষের রক্ষণ। যে কারণে ওমানের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের পয়েন্টের সম্ভাবনা দেখছেন অনেকেই।

তাদেরই একজন মারুফুল হক। একসময় বাংলাদেশ দলকে কোচিং করানো এই কোচ বলেছেন, ‘শুধু জাতীয় দলের ১০ দিনের ক্যাম্প করে সাফল্য আসছে না। এর পেছনে ক্লাবগুলোর অবদান কম নয়। ক্লাবগুলো আগের চেয়ে দীর্ঘদিন ধরে প্রাক-মৌসুম ক্যাম্প করছে। ঘরোয়া ফুটবলে খেলার মানের উন্নতির ছোঁয়া জাতীয় দলেও এসে লেগেছে। যার কারণে বিশ্বকাপ বাছাই পর্বে ভালো করছে দল।’

আরেক কোচ সাইফুল বারী টিটুর মতে, ওমানের বিপক্ষে পয়েন্ট পাওয়া সম্ভব। শেখ রাসেল কোচের বক্তব্য, ‘ওদের একাধিক ফরোয়ার্ড রয়েছে, যারা বিশ্বকাপ বাছাইয়ে গোল পাচ্ছে। এছাড়া শক্তির দিক দিয়ে তারা বেশ এগিয়ে। এখন আমরা যদি তাদের সঙ্গে সমান তালে লড়াই করতে পারি এবং সবাই যদি যে যার জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে, তাহলে হয়তো পয়েন্ট পাওয়া সম্ভব।’

অবশ্য ওমানের বিপক্ষে বাংলাদেশের খুব বেশি সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখছেন না টিটু। যে সুযোগই আসবে, তা কাজে লাগাতে বলছেন এই কোচ। তার ভাষায়, ‘বড় দলের বিপক্ষে সুযোগ কমই আসবে। জেমির শিষ্যদের চেষ্টা করতে হবে প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগানোর, যেন প্রতিপক্ষ চাপে থাকে।’

সঙ্গে যোগ করেছেন, ‘ওমানের ম্যাচের ভিডিও দেখেছি। ওরা টেকনিক্যালি সব দিক দিয়েই এগিয়ে। এই দলটিকে ভারত আগে গোল করেও জিততে পারেনি। শেষের দিকে গোল হজম করে ম্যাচ হেরেছে তারা। তাই বাংলাদেশের ‍উচিত হবে ম্যাচে পূর্ণ মনোযোগ দেওয়া। শেষের দিকে এসে যেন খেই হারাতে না হয়।’