চট্টগ্রামে গেইল, ঢাকায় আফ্রিদি

বঙ্গবন্ধু বিপিএলেও আছেন গেইল ও আফ্রিদিপ্রথম আসর থেকেই ক্রিস গেইল আর শহীদ আফ্রিদি বিপিএলের সঙ্গী। ব্যতিক্রম হয়নি বঙ্গবন্ধু বিপিএলেও। রবিবার হোটেল র‌্যাডিসনে প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন দুজনই।

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটসম্যান গেইলকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে ‘বুম বুম’ আফ্রিদির ঠিকানা ঢাকা প্লাটুন। দুজনই ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড়।

গতবার রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলা দক্ষিণ আফ্রিকার রাইলি রোসো এবার খেলবেন খুলনা টাইগার্সে। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর দল রংপুর রেঞ্জার্স। নবীর স্বদেশী স্পিনার মুজিব উর রহমান খেলবেন কুমিল্লা ওয়ারিয়র্সের জার্সিতে।

বিদেশি খেলোয়াড়দের তালিকা:

খুলনা টাইগার্স: রাইলি রোসো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমতউল্লাহ গুরবাজ।

ঢাকা প্লাটুন: থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, লুইস রিস, শহীদ আফ্রিদি।

রাজশাহী রয়্যালস: রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম।

রংপুর রেঞ্জার্স: মোহাম্মদ নবী, শাই হোপ, ক্রিস গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট।

কুমিল্লা ওয়ারিয়র্স: কুশল পেরেরা, মুজিব উর রহমান, ডেভিড মালান, দাসুন শানাকা।

সিলেট থান্ডার: শেরফান রাদারফোর্ড, শফিকুল্লাহ শফিক, নাভিন উল হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস।