দলে ফিরতে সরফরাজকে ইমরানের পরামর্শ

সরফরাজ আহমেদপাকিস্তানের অধিনায়কত্ব তো হারিয়েছেনই, অস্ট্রেলিয়া সফরে কোনও ফরম্যাটের দলে জায়গা হয়নি সরফরাজ আহমেদের। পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান জানালেন, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে ফিরতে পারেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

সরফরাজের ফেরার সুযোগ আছে বললেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান, ‘আমি মনে করি না টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে একজন খেলোয়াড়ের পারফরম্যান্স ও ফর্ম মূল্যায়ন করা উচিত, টেস্ট ও ওয়ানডে ক্রিকেট দিয়েও করতে হবে। সে জাতীয় দলে ফিরতে পারে, কিন্তু এখন তার উচিত ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেওয়া।’

প্রধান কোচ হিসেবে মিসবাহ উল হককে নিয়োগ দেওয়ায় খুশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যাট্রন-ইন-চিফ, ‘মিসবাহকে নিয়োগ দেওয়াটা গঠনমূলক সিদ্ধান্ত। সে সৎ এবং পক্ষপাতহীন একজন মানুষ, যার অনেক অভিজ্ঞতা আছে। আমি বিশ্বাস করি মিসবাহ ভালো কিছুই বের করে আনবে এবং তার অধীনে টেস্ট ও ওয়ানডেতে উন্নতি করবে দল।’ ইন্ডিয়ান এক্সপ্রেস