মুজিববর্ষের বিশেষ ম্যাচে তারকা ক্রিকেটার পেতে আশাবাদী বিসিবি

BCBবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী মার্চে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লড়াইটা হবে এশিয়া অল স্টার্সের সঙ্গে অবশিষ্ট বিশ্ব একাদশের। ম্যাচ দুটির জন্য এরই মধ্যে বেশ কয়েকটি দেশের বোর্ডের কাছে ক্রিকেটার পাঠানোর অনুরোধ জানিয়েছে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা বেশ কয়েকটি ক্রিকেট বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছি। সংশ্লিষ্ট বোর্ডগুলোকে ক্রিকেটারদের তালিকাও দিয়েছি। তাদের কাছ থেকে উত্তর পেলেই বোঝা যাবে দল দুটো কেমন হবে।’

তিনি আরও বলেছেন, ‘অবশ্য তালিকা পাঠানো মানেই পছন্দের ক্রিকেটারকে পেয়ে যাওয়া নয়। কারণ ওই সময় তাদের খেলা থাকতে পারে। যেমন অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা তখন মুখোমুখি হবে। তারপরও আমরা ভালো ক্রিকেটার পাওয়ার আশা করছি।’

এশিয়ার দলটিতে বাংলাদেশের একাধিক ক্রিকেটার থাকার ইঙ্গিত দিয়েছেন বিসিবির এই কর্মকর্তা, ‘আমরা তামিম, মুশফিক, মাহমুদউল্লাহর মতো সিনিয়রদের দলে রাখতে চাই। বাংলাদেশের চার/পাঁচ জনকে দেখা যেতে পারে মাঠে।’

একজন তারকার অংশগ্রহণ অবশ্য নিশ্চিত। সম্প্রতি কলকাতায় বাংলাদেশ-ভারত দিবা-রাত্রির টেস্ট চলার সময় বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আলোচনা হয়েছে সৌরভ গাঙ্গুলীর। সেই সময় মার্চে ঢাকায় আসতে সম্মতি দিয়েছেন বিসিসিআই সভাপতি ও ভারতের অন্যতম সেরা অধিনায়ক।