এসএ গেমসে শুভ সূচনা সৌম্যদের

cricketমালদ্বীপকে গুঁড়িয়ে এসএ গেমস ক্রিকেটে সোনা জয়ের মিশন শুরু করলো বাংলাদেশের। তানভীর ইসলামের বাঁহাতি স্পিনে মাত্র ৬৫ রানে প্রতিপক্ষকে গুটিয়ে ১০৯ রানে জেতে তারা।

কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৪ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.২ ওভারে অলআউট হয় মালদ্বীপ। তানভীর ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নাঈম ৫৯ রানের জুটি গড়েন সৌম্য সরকারের সঙ্গে। ২৮ বলে চারটি চার ও একটি ছয়ে ৩৮ রান করে তিনি বিদায় নিলে ভাঙে এই উদ্বোধনী জুটি। সৌম্য ও নাজমুল হোসেন শান্ত তোলেন ঝড়।

তাদের জুটি ছিল ৫৩ রানের। অধিনায়ক সৌম্য ৩৩ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৪৬ রান করে বিদায় নেন। এক চার ও ৩ ছয়ে ৩৮ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস শেষে আউট হন শান্ত। শুরুটা ধীর হলেও টপ অর্ডারের এই তিন ব্যাটসম্যানের কল্যাণে শেষ দিকে বড় স্কোর গড়ে বাংলাদেশ।

বড় লক্ষ্যে নেমে মালদ্বীপ তাদের প্রথম ৫ উইকেট হারায় তানভীরের বলে, ৪৫ রানের মধ্যে। মিনহাজুল আবেদীন আফ্রিদি ও আফিফ হোসেন জোড়া উইকেট নিলে ২০ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় মালদ্বীপ। দুই অঙ্কের ঘরে রান করেছেন শুধু দুই ওপেনার আহমেদ হাসান (১০) ও আলি ইভান (১২)।

তানভীর তার দুর্দান্ত বোলিং দিয়ে জিতে নেন ম্যাচসেরা পুরস্কার। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন আফিফ ও আফ্রিদি। বাকি উইকেটটি সৌম্যর। 

দারুণ পারফরম্যান্স করলেন তানভীর এবং দলও জিতলো, দিনটা তাই স্মরণীয় হয়েই থাকার কথা তার। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেছেন, ‘এসএ গেমসে আমাদের শুরুটা খুব ভালো হয়েছে। উইকেটটা টার্নিং ছিল। ঠিক জায়গায় বল করতে পেরেছি বলেই ৫ উইকেট পেয়েছি। সামনের ম্যাচে আবার সাফল্য পেতে চাই।’

শুক্রবার ভুটানের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ।