জায়ান্ট স্ক্রিনে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, টিকিট বিক্রি কাল থেকে

তৈরি হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চবঙ্গবন্ধুর নামে ‘বিশেষ’ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমক করতে আয়োজনের কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও জমকালো অনুষ্ঠানে সাধারণ দর্শকদের আসন থাকছে সীমিত। এজন্যই বিকল্প ব্যবস্থা রাখছে বিসিবি। ঢাকার বিভিন্ন জায়গার পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও থাকবে জায়ান্ট স্ক্রিনে উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ।

শেরে বাংলা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার হলেও মঞ্চ তৈরির কারণে ডান ও বাঁ পাশের গ্যালারিতে বসা দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন না। এ কারণে কনসার্টের জন্য এইসব গ্যালারি বরাদ্দ রাখছে না বিসিবি। ১২ হাজার টিকিটের মধ্যে ৩ হাজার সৌজন্য টিকিট চলে যাবে বিসিবি কাউন্সিলর, ক্লাব অফিসিয়াল ও সরকারি কয়েকটি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তির কাছে। ফলে সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ থাকবে অল্প কিছু টিকিট।

এজন্যই সাধারণ দর্শকদের কথা বিবেচনা করে বিসিবি দারুণ এক উদ্যোগ নিয়েছে। ব্যবস্থা রাখছে জায়ান্ট স্ক্রিনের। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আজ (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করছি। সাত বিভাগে সাতটি স্ক্রিন থাকবে। আমরা নিজেরাই আয়োজন করছি। বিভিন্ন বিভাগীয় শহরের পাশাপাশি ঢাকা শহরে টিএসসিতে একটা বসছে, গুলশান বা বনানীতে একটা বসবে, ধানমন্ডি রবীন্দ্র সরোবরে একটা বসানো হবে। আর মিরপুরে সিটি ক্লাব বা কোথাও একটা বসানোর ব্যবস্থা হচ্ছে।’

এদিকে আগামীকাল (শুক্রবার) শুরু হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেট, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, ওয়েস্টিন হোটেল, বনানীর ফাহিম মিউজিক, গুলশানের ক্যাফে ও ‘সহজডটকম’-এ টিকিট পাওয়া প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তিন ক্যাটাগরির টিকিট থাকছে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। সর্বনিম্ন দাম এক হাজার টাকা, আর সর্বোচ্চ ১০ হাজার। মাঠের ভেতর বসে অনুষ্ঠান দেখতে চাইলে খরচ করতে হবে ১০ হাজার টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড আড়াই হাজার ও ক্লাব হাউজের টিকিটের দাম এক হাজার টাকা।

বিপিএলের ইতিহাসে সবচেয়ে জমকালো উদ্বোধনী হতে যাচ্ছে এবার। বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে মঞ্চ মাতাবেন ক্যাটরিনা কাইফ। সুরের ভেলায় ভাসাবেন সনু নিগাম ও কৈলাস খের। তাদের সঙ্গে দেশের খ্যাতিমান শিল্পীরা তো থাকছেনই। যাদের মধ্যে অন্যতম জেমস ও মমতাজ।

যদিও বিসিবির এই আয়োজন খুব কম সংখ্যক সাধারণ দর্শকই মাঠে বসে উপভোগ করতে পারবেন। এ প্রসঙ্গে বোর্ড প্রধানের বক্তব্য, ‘আমাদের অনেক স্টেক হোল্ডার আছে, অনেক সংস্থা আছে। তাছাড়া মন্ত্রীরা আছেন, তাদের টিকেট দিতে হবে। সব মিলিয়ে সাধারণ দর্শকদের জন্য টিকিট খুব বেশি থাকবে না। তাদের জন্য ৭-৮ হাজারের মতো টিকিট থাকবে।’