সাকিবের ঘটনায় বিসিবির শিক্ষা

সংবাদমাধ্যমে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানসাকিব আল হাসানের ঘটনায় টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। জুয়াড়ির প্রস্তাব গোপন করে শাস্তি পেয়েছেন সাকিব। এই অলরাউন্ডারের দুই বছরের নিষেধাজ্ঞায় বিসিবি এখন খুব সতর্ক। এবারের বিপিএলে প্রত্যেক দলে একজন দুর্নীতি দমন কর্মকর্তা নিয়োগ দিচ্ছে সংস্থাটি।

বিপিএলে বেশ কিছু দুর্নীতির ঘটনা অতীতে দেখা গেছে। যার মধ্যে মোহাম্মদ আশরাফুলের স্পট ফিক্সিং সবচেয়ে আলোচিত। এছাড়া গত বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের লজিস্টিক ম্যানেজার শাকিল আবেদীন চট্টগ্রামের চার ক্রিকেটারকে দল পাইয়ে দেওয়ার অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। সেটা ফিক্সিং না হলেও তাকে নিষিদ্ধ করতে যাচ্ছে বিসিবি।

তবে দুর্নীতির ঘটনায় বিসিবি সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছেন সাকিবের নিষেধাজ্ঞায়। আইসিসি এই অলরাউন্ডারকে শাস্তি দেওয়ায় নড়েচড়ে বসেছে তারা। এই ধরনের কর্মকাণ্ড থেকে ক্রিকেটারদের বিরত রাখতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। আজ (বৃহস্পতিবার) বোর্ড প্রধান নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অ্যান্টি-করাপশন ইউনিট (এসিইউ) আছে, তারা দেখবে (কী হচ্ছে না হচ্ছে)। আমরা সব দলের সঙ্গেই একজন করে (কর্মকর্তা) দিয়ে দিচ্ছি। আমরা খুবই সিরিয়াস।’

এসব কর্মকর্তা নিয়োগ দেওয়ার পুরো প্রক্রিয়া বিসিবির দুর্নীতি দমন ইউনিটই স্বাধীনভাবে সম্পন্ন করবে। বোর্ড এ ব্যাপারে নাক গলাবে না বলে জানালেন নাজমুল,  ‘আমাদের এখানে এসিইউ আছে, তারা কথাবার্তা বলে নিয়োগ দিয়ে থাকেন। আমরা জানিও না কে আসবে। আবার আমরাও জানতে চাই না। কারণ তাদেরকে এই জায়গায় স্বাধীনভাবে কাজ করতে দেই আমরা।’