মিরপুরে তারকা আর আতশবাজির ঝলক (ফটো স্টোরি)

রবিবার গোধূলিবেলায় বর্ণিল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম। ব্যাট-বলে ক্রিকেটারদের মিলনস্থলে হাজির হলেন হাজারখানেক দর্শক। মঞ্চে উঠে তাদের মাতালেন দেশের ও ভারতের জনপ্রিয় শিল্পীরা। আগামী বুধবার শুরু হতে যাওয়া বিশেষ বিপিএলের পর্দা উঠলো এদিন জমকালো আয়োজনে। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শকদের সঙ্গে তিনিও উপভোগ করেন কনসার্ট।

মিরপুরে বর্ণিল বিপিএলের উদ্বোধনী মঞ্চবিপিএলে বর্ণিল উদ্বোধনী মঞ্চ। সন্ধ্যার পর থেকে শুরু হয় জমকালো আয়োজন।

final 2সবার আগে মঞ্চে ওঠেন ডি রকস্টার শুভ। বেশ কয়েকটি গানে তিনি দর্শকদের মাতান।

final 3ছিল জেমসেরও জনপ্রিয় কয়েকটি গান। উৎসবমুখর ছিল দর্শকসারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন বিপিএলেরপ্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন বিপিএলের। এবারের আসর উপভোগ্য হবে আশাবাদ ব্যক্ত করে এর উদ্বোধনী ঘোষণা করেন তিনি।

final 5বিপিএল উদ্বোধন করার পর প্রেসিডেন্ট বক্স থেকে কনসার্ট উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

final 6স্টেডিয়াম আলোকিত হয়ে ওঠে আতশবাজির ঝলকানিতে।

final 7মিরপুরের আকাশে ছিল রঙিন আভা। অনুষ্ঠানের আকর্ষণ ছিল এই আতশবাজির ঝলকানি।

final ৮মঞ্চ মাতান ভারতের জনপ্রিয় শিল্পী সোনু নিগম। ‘শোনও একটি মুজিবুরের কণ্ঠে’ ও ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গান গেয়ে সবাইকে অবাক করে দেন তিনি।

final 8২৫টি ভাষায় গানে পারদর্শী ও ১২শরও বেশি কনসার্টে গান গাওয়া বিশ্বনন্দিত কৈলাশ খের মাতান মঞ্চ।

final 9জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মঞ্চ কাঁপান ক্যাটরিনা কাইফ। হিন্দি গানের সঙ্গে তার নাচে বিনোদিত হন দর্শকরা।

সালমানঅধীর অপেক্ষার পর দর্শকদের মন কাড়লেন সালমান খান।