আঙুলের চোটে দেশে ফিরতে হচ্ছে বোল্টকে

ডান হাতের আঙুলে চিড় ধরেছে বোল্টেরঅস্ট্রেলিয়া সফরে দুর্দশা কাটছে না নিউজিল্যান্ডের। আরেকটি ধাক্কা খেলো তারা ট্রেন্ট বোল্টকে হারিয়ে। আঙুলের চোটে দেশে ফিরে যেতে হচ্ছে বাঁহাতি পেসারকে। সেরে উঠতে চার সপ্তাহ লাগবে, স্বভাবতই সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না তার।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে মাংশপেশীর চোটে পড়েছিলেন বোল্ট। সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট মিস করেন তিনি। তার বদলে পার্থের দিবা-রাত্রির ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় লকি ফার্গুসনের। কিন্তু কাফ ইনজুরিতে মাত্র ১১ ওভার বল করে শুধু ম্যাচ থেকে নয়, অস্ট্রেলিয়া ‍সফরই শেষ হয়ে যায় ডানহাতি পেসারের।

২৯৬ রানে পার্থ টেস্ট হারের পর কিউইরা দ্বিতীয় টেস্টে নামার আগে পায় খুশির খবর। কিউই ক্যাম্পে আত্মবিশ্বাস ফেরে বোল্ট ফেরায়। যদিও সেই আনন্দ স্থায়ী হয়নি। মেলবোর্নের বক্সিং ডে টেস্টে ডান হাতের আঙুল সরে যাওয়ায় অস্ট্রেলিয়া সফর শেষ হয়ে গেছে বোল্টের। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসে মিচেল স্টার্কের একটি বল তার আঙুলে আঘাত করে। পরে আজ তৃতীয় দিনের চা বিরতির সময় করা এক্স-রে রিপোর্টে নিউজিল্যান্ড ক্রিকেট নিশ্চিত হয়েছে, চিড় ধরেছে বোল্টের আঙুলে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখপাত্র নিশ্চিত করেছেন বিষয়টি, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে বোল্টের ডান হাতের একটি আঙুলে চিড় ধরেছে। চা বিরতির সময় করা এক্স-রে রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে, তার সরে যাওয়া আঙুল ঠিক হতে চার সপ্তাহ সময় লাগবে। বোল্টের বদলির নাম পরে জানানো হবে।’

আঙুলের ওই অবস্থা নিয়েও অবশ্য অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করেছেন বোল্ট। চা বিরতির আগপর্যন্ত ৯ ওভারে ৩০ রান দিলেও উইকেট পাননি। মেলবোর্ন টেস্ট শেষেই দেশে ফিরে যাবেন তিনি, খেলতে পারবেন না ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া সিডনি টেস্টে।