বিপিএল ফাইনালের টিকিটের দাম বাড়লো

বিপিএলবঙ্গবন্ধু বিপিএল ফাইনালের টিকিটের দাম বাড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বুধবার) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে টিকিটের দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বিসিবি।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হবে খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস। শেষদিকে এসে জমে যাওয়া বিপিএল ফাইনালে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের নতুন দাম আগের চেয়ে বেড়েছে ১ হাজার টাকা। এখান থেকে মুশফিকুর রহিম-আন্দ্রে রাসেলদের ফাইনাল দেখতে চাইলে মাথাপিছু খরচ করতে হবে ৩ হাজার টাকা।

ক্লাব হাউজের আগের ৫০০ টাকার টিকিট কিনতে হবে ৭০০ টাকায়। উত্তর ও দক্ষিণ দিকের গ্যালারির ৩০০ টাকা মূল্যের টিকিট বাড়িয়ে করা হয়েছে ৪০০ টাকা। এ ছাড়া পূর্ব গ্যালারির টিকিটের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা।

বঙ্গবন্ধু বিপিএলের বেশিরভাগ ম্যাচেই গ্যালারিতে ছিল দর্শকখরা। গত শুক্রবার দর্শক বাড়লেও অনেক আসন তবু ফাঁকাই ছিল। এরপরও বিসিবির টিকিটের মূল্য বাড়ানো ফাইনালে কী প্রভাব ফেলে, সেটাই দেখার!