বাদ পড়ে পিসিবিকে আমিরের খোঁচা

মোহাম্মদ আমিরবঙ্গবন্ধু বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত বোলিং করে খুলনা টাইগার্সকে ফাইনালে তুলেছেন মোহাম্মদ আমির। ১৭ রানে ৬ উইকেট নিয়েছেন, যা টুর্নামেন্টের ইতিহাস সেরা বোলিং। অথচ এটিও পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে যথেষ্ঠ হলো না। বাদ পড়ে নির্বাচক ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে খোঁচা দিয়েছেন বাঁহাতি পেসার।

২৭ বছর বয়সী আমির সপ্তম বিপিএলে ১২ ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছেন। আর ৩ উইকেট পেলে হবেন এবারের শীর্ষ উইকেটশিকারী। তার সঙ্গে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন এবার ঢাকা প্লাটুনের জার্সিতে ৭ ম্যাচে ১০ উইকেট নেওয়া ওয়াহাব রিয়াজ। দুজনের বাদ পড়ার পেছনে কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক বলেন, ‘আমির ও ওয়াহাবকে বাদ দেওয়া কঠিন কাজ। কিন্তু একাদশে তরুণদের সুযোগ করে দিতেই এটা করা হয়েছে।’

সাবেক অধিনায়কের এমন যুক্তির পর পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপিকা জয়নব আব্বাস টুইটারে জানতে চান, মাত্রই একদিন আগে বিপিএলে ৬ উইকেট নেন আমির। তারপরও ঠিক কী কারণে তাকে বাদ দেওয়া হলো? ব্যঙ্গ করে আমির জবাব দিয়েছেন, ‘কারণটা হলো টেস্ট।’

গত বছরের জুলাইয়ে হুট করে টেস্ট থেকে অবসর নেন আমির। ২০১০ সালে লর্ডস টেস্টে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে খেলেছেন ২২ টেস্ট। ক্যারিয়ার দীর্ঘায়িত করতেই টেস্ট ছাড়ার কথা জানিয়ে দেন। তখনই আমিরের সমালোচনা করেন নতুন কোচ মিসবাহ। আমির বাদ পড়ার কারণটা খুঁজে পেয়ে গেছেন সহজেই।

জয়নবের টুইটে দেওয়া উত্তর কিছুক্ষণ পরই মুছে ফেলেন আমির। সংশোধন করে লেখেন, ‘কেউ দুশ্চিন্তা করবেন না। উৎফুল্ল থাকুন। ইনশাল্লাহ, আরও শক্তিশালী হয়ে ফিরবো।’

আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ২৫ ও ২৭ জানুয়ারি হবে শেষ দুই ম্যাচ। সবগুলো ম্যাচেরই ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।