সিরাজগঞ্জে শুরু বঙ্গবন্ধু এসপিএল টি-টোয়েন্টি

সিরাজগঞ্জে শুরু হলো এসপিএল টি-টোয়েন্টি‘ক্রিকেটের উন্মাদনায় মেতে উঠুক তারুণ্য’- এ প্রতিপাদ্য নিয়ে শহীদ এম. শামসুদ্দিন স্টেডিয়ামে অনাড়ম্বরভাবে উদ্বোধন হলো তৃতীয় সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগ (এসপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। শনিবার বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রতিযোগিতাটি।

উদ্বোধন করেন পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন পুলিশ সুপার হাসিবুল আলম, মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ ও আয়োজক কমিটির আহবায়ক মারুফ সিরাজী।

গত আসরের চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ টাইগারের বিপক্ষে সিরাজগঞ্জ স্টারের ম্যাচ দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। এ ম্যাচে টাইগারের পক্ষে খেলছেন জাতীয় দলের খেলোয়াড় এনামুল হক বিজয় ও নাসির হোসেন এবং স্টারের হয়ে খেলছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এবার টুর্নামেন্টটি ‘বঙ্গবন্ধু এসপিএল’ নামে হচ্ছে। সিরাজগঞ্জ টাইগার, সিরাজগঞ্জ লায়ন, সিরাজগঞ্জ স্টার, সিরাজগঞ্জ সিক্সার, স্বাধীন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ ভাইকিং নামে ৬টি দল খেলছে এবার। ৭ ফেব্রুয়ারি ফাইনালের আগে ১৮টি ম্যাচ হবে।