সামনে অচেনা স্কটল্যান্ড, পা হড়কাতে চায় না যুবারা

স্কটল্যান্ড ম্যাচের আগে বাংলাদেশের অনুশীলনজিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামীকাল মঙ্গলবার তাদের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। এ ম্যাচেও পা হড়কাতে চায় না দল, জিম্বাবুয়ে ম্যাচের জয়ের ধারাবাহিকতাই ধরে রাখতে চায়। পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী আজ সংবাদমাধ্যমকে বলেছেন এমনটাই।

আজ ম্যাচের আগের দিন কঠোর অনুশীলন করেছে আকবর-সাকিব-তামিমরা। লক্ষ্য একটাই, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে খেলতে যাওয়া। তাই স্কটল্যান্ড ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে ২৪ জানুয়ারির ম্যাচটি নিয়েও আলোচনা চলছে। মৃত্যুঞ্জয় যেমন বলেছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ আমরা জয় দিয়ে শুরু করেছি। সবার মধ্যে দারুণ অনুভূতি। এই অনুভূতি নিয়েই কাল (মঙ্গলবার) আমরা মাঠে নামবো। আমাদের আশা গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে যাওয়ার। সেক্ষেত্রে কাল জিততেই হবে। এরপর শক্তিশালী পাকিস্তানকে নিয়ে চিন্তা করবো।’

স্কটল্যান্ডের সঙ্গে এই আকবর আলীর এই দলটি কখনও খেলেনি। ফলে প্রতিপক্ষ সম্পর্কে কোনও ধারণা নেই আকবর-শামীমদের। ভিডিও ফুটেজ দেখেই যা ধারণা নেওয়ার চেষ্টা করেছেন যুবারা। মৃত্যুঞ্জয় বললেন, ‘স্কটল্যান্ডের সঙ্গে আমাদের আগে কখনোই খেলা হয়নি। এই মুহূর্তে তাদের ভিডিও ফুটেজ দেখে যতখানি ধারনা নেওয়ার সম্ভব, সেটাই নিয়েছি। সেখানে ব্যাটিং-বোলিং দেখেছি। আমরা আসলে স্কটল্যান্ডকে নিয়ে ভাবছি না, আমাদের পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি।’