দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব নিয়ে যা বলছেন মাহমুদউল্লাহ

সতীর্থদের কাছে ভীষণ প্রিয় মাহমুদউল্লাহনিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে মাহমুদউল্লাহ। এদিকে কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহকে দেখতে চান নেতৃত্বে। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার অবশ্য আপাতত দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না।   

গত রবিবার সংবাদমাধ্যমকে ডমিঙ্গো বলেছেন, ‘আশা করি মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবে। তার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। গত বছর ভারত সফরে সে খুব ভালো করেছে। তার সঙ্গে কাজ করা উপভোগ করছি। মাহমুদউল্লাহ দারুণ পেশাদার। ড্রেসিংরুমে তাকে সবাই শ্রদ্ধা করে আর পছন্দও করে। সে একজন বিশ্বমানের খেলোয়াড়। তাই আমার অধিনায়ক মাহমুদউল্লাহ।’

কোচের এমন মন্তব্যের পর থেকেই আলোচনা চলছে। অস্ট্রেলিয়ায় কি আপনাকে নেতৃত্বে দেখা যাবে? মঙ্গলবার মিরপুরে এমন প্রশ্নে মাহমুদউল্লাহ বল ঠেলে দিলেন বিসিবির কোর্টে, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমাকে এই সিরিজের (পাকিস্তান সিরিজ) জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বটা পালন করার চেষ্টা করবো। কোচ আমার ওপরে আস্থা রাখলে তাকে অনেক ধন্যবাদ।’

যদিও তার ধারণা, দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব পেলে অনেক কিছুই বেশ সহজ হয়ে যায়, ‘দীর্ঘমেয়াদে নেতৃত্ব পেলে তা পরিকল্পনা করতে সাহায্য করে। তবে এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। এ মুহূর্তে আমি শুধু পাকিস্তান সিরিজ নিয়ে ভাবছি। কারণ আমাকে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।’

মাহমুদউল্লাহ অবশ্য বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে কোচের সঙ্গে কথা বলেছেন, ‘ভারত সফরের সময় রাসেলের সঙ্গে আমার কথা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে কীভাবে দল সাজানো যায় তা নিয়ে আমরা কথা বলেছিলাম। কে সুযোগ কাজে লাগিয়ে দলে জায়গা পাকা করতে পারবে সেটাই এখন গুরুত্বপূর্ণ।’