বঙ্গবন্ধু স্কুল ক্রিকেটে রাজশাহীর চ্যাম্পিয়ন লোকনাথ

চ্যাম্পিয়ন দলের ট্রফি জয়ের উচ্ছ্বাসমুজিববর্ষ উপলক্ষে এবারের স্কুল ক্রিকেট হয়েছে বঙ্গবন্ধুর নামে। আজ রবিবার হয়ে গেলো রাজশাহী বিভাগের প্রতিযোগিতার ফাইনাল, যে ম্যাচে শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লোকনাথ উচ্চ বিদ্যালয়। পুরো টুর্নামেন্টে তারা অপরাজিত ছিল।

মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে ১৬ রানে জিতেছে লোকনাথ উচ্চ বিদ্যালয়। টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১২২ রানে অলআউট হয় তারা। দলের সর্বোচ্চ স্কোরার নূর করে ৪২ রান, এছাড়া রিমন ২১ রান করে। বোর্ড মডেল স্কুল দলের তারেক ২৫ রানে চারটি ও তুসমিত ১৭ রানে তিনটি উইকেট নেয়।

১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লোকনাথের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি বোর্ড মডেল স্কুল। ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রানে থামে তারা। দলের পক্ষে নাবিদ ১৬ ও বর্ণ ১৪ রান করে। লোকনাথের পারভেজ ১৩ রানে তিনটি ও নূর ২০ রানে দুটি উইকেট নেয়।

ফাইনালের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামন লিটন চ্যাম্পিয়ন লোকনাথ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের ট্রফি ও দেড় টন ওজনের একটি এসি তুলে দেন। শিক্ষা বোর্ড মডেল স্কুল পায় রানার্স আপ ট্রফি ও একটি ৪২ ইঞ্চি এলইডি টিভি।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্কুল ক্রিকেটের আহবায়ক খালেদ মাসুদ পাইলট। প্রতিযোগিতায় ১৫ উইকেট নেওয়া হাজী মোহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয়ের তরিকুল ইসলাম জয়ের হাতে ক্রেস্ট তুলে দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাইফুল্লাহ খান। দুটি সেঞ্চুরিসহ ৪৬৪ রান করে সেরা ব্যাটসম্যান মাইনুলকে ক্রেস্ট দেন আরেক সাবেক ক্রিকেটার শাহনেওয়াজ শহীদ সানু।

১৫ উইকেটের পাশাপাশি ১৩৩ রান করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে তরিকুল। তাকে ক্রেস্ট দেন খালেদ মাসুদ পাইলট এবং ওয়ালটনের পক্ষ থেকে ল্যাপটপ তুলে দেন অ্যাডিশনাল ডিরেক্টর, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন মার্কেটিং মো. রবিউল ইসলাম মিল্টন।

৪২ রান ও ২ উইকেট নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় লোকনাথের নূরকে ক্রেস্ট দেন রাসিক ক্রীড় স্থায়ী কমিটি আহবায়ক ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলার আব্দুল মমিন।