এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটিতে কুক

অ্যালেস্টার কুকমেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্ব ক্রিকেট কমিটির সদস্য হলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালেস্টার কুক।

১৬১ ম্যাচে ১২,৪৭২ রান করে ইংল্যান্ডের শীর্ষ টেস্ট ব্যাটসম্যান কুক। রেকর্ড ৫৯ ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। কিন্তু এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলা চালিয়ে যান।

নতুন করে এ কমিটিতে নিযুক্ত হয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট রিকি স্কেরিট। ওয়েস্ট ইন্ডিজের সাবেক বোলার ইয়ান বিশপ ও বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান কমিটি থেকে পদত্যাগ করায় তারা দুজন এলেন। গত বছরের অক্টোবরে আইসিসির নিষেধাজ্ঞায় কমিটি থেকে সরে দাঁড়ান সাকিব।

কমিটির অন্য সদস্যরা হলেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার শেন ওয়ার্ন, সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ও শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।

সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং আম্পায়ারদের নিয়ে গড়া এ উন্মুক্ত প্যানেলের কমিটি ক্রিকেটের নীতিমালা পরিবর্তনের প্রস্তাব দিতে পারে।