তৃতীয় দিনে হারারের রাজা সিকান্দার

৭ উইকেট পেয়ে উড়ছেন সিকান্দার রাজানতুন ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারকে নিয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। কিন্তু জিম্বাবুয়েরই সর্বকালের অন্যতম সফল ব্যাটসম্যানকে নিয়েও লঙ্কানরা স্বস্তিতে নেই।

দ্বিতীয় টেস্টে সিকান্দার রাজার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১১৩ রানের লিড নিয়েছে স্বাগতিক দল। তৃতীয় দিন ১ উইকেটে ৬২ রানে শেষ করে জিম্বাবুয়ে এগিয়ে ১৭৫ রানে। বৃষ্টিতে আগেই খেলা শেষ না হলে শ্রীলঙ্কার বিপদ বাড়তো আরও।

দিনের শুরুতেই একটি দুর্ঘটনায় স্তব্ধ হয়ে যায় হারারে স্পোর্টস ক্লাব। টানা দ্বিতীয় ম্যাচে কুশল মেন্ডিসের পুলে মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান কেভিন কাসুজা।

তরুণ ওপেনারের দুঃখজনক পরিণতি বোধ হয় তাতিয়ে দিয়েছিল সিকান্দারকে। অফব্রেক বোলিংয়ে তিনি গুঁড়িয়ে দিয়েছেন সফরকারীদের, তুলে নিয়েছেন ৭ উইকেট। চতুর্দশ টেস্ট খেলতে নামা সিকান্দারের এটি দ্বিতীয় ৫ উইকেট শিকার।

অ্যাঞ্জেলো ম্যাথুজ (৬৪) আর ধনাঞ্জয়া ডি সিলভা (৪২) প্রতিরোধের চেষ্টা করলেও পতন ঠেকাতে পারেননি। শেষ দিকে অবশ্য ভালোই লড়েছেন বিশ্ব ফার্নান্দো (৩৪), নবম উইকেটে লাসিথ এম্বুলদেনিয়াকে নিয়ে ২৪ আর শেষ উইকেটে লাহিরু কুমারাকে নিয়ে ২৫ রানের জুটি গড়েছেন। তবু ৩০০ ছুঁতে পারেনি শ্রীলঙ্কা।

‘কনকাশন-সাব’ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জিম্বাবুয়ে। তাই প্রিন্স মাসভোরের সঙ্গে ওপেন করেছেন ক্রিস আরভিন (১৩)। ৩২ রানে ওপেনিং জুটি ভেঙে যাওয়ার পর ব্যাটিংয়ে ‘প্রোমোশন’ পাওয়া রেগিস চাকাভাকে নিয়ে ভালোই এগোচ্ছেন মাসভোরে। দিন শেষে মাসভোরে ২৬ ও চাকাভা ১৪ রানে অপরাজিত।

সংক্ষিপ্ত স্কোর: তৃতীয় দিন শেষে

জিম্বাবুয়ে: প্রথম ইনিংস ৪০৬ (উইলিয়ামস ১০৭, সিকান্দার ৭২, টেলর ৬২; এম্বুলদেনিয়া ৪/১৮২, ডি সিলভা ৩/৭১)

শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ২৯৩ (করুনারত্নে ৪৪, ওশাডা ফার্নান্দো ৪৪, মেন্ডিস ২২, ম্যাথুজ ৬৪, চান্দিমাল ৬, ডি সিলভা ৪২, ডিকবেলা ১, লাকমল ৫, এম্বুলদেনিয়া ৫, বিশ্ব ফার্নান্দো ৩৮, কুমারা ৩*; সিকান্দার ৭/১১৩, তিরিপানো ১/৩০, নিয়াউচি ১/৪০, মুম্বা ১/৪৩)

জিম্বাবুয়ে: দ্বিতীয় ইনিংস ৬২/১ (মাসভোরে ২৬*, আরভিন ১৩, চাকাভা ১৪*; বিশ্ব ফার্নান্দো ১/৯)