জার্ভিসকে ছাড়াই জিম্বাবুয়ের বাংলাদেশ সফর

কাইল জার্ভিসসর্বশেষ বাংলাদেশ সফরে মাহমুদউল্লাহদের কম ভোগাননি কাইল জার্ভিস। দুই টেস্টের সিরিজে পেয়েছিলেন ১০ উইকেট, সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন জিম্বাবুয়ের। এবার আর তার মুখোমুখি হতে হচ্ছে না বাংলাদেশকে। ঢাকায় একমাত্র টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন জার্ভিস।

হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই সপ্তাহ আগে প্রথম টেস্টে চোট পান ৩০ বছর বয়সী ডানহাতি পেসার। পিঠের চোটে খেলা হয়নি ড্র হওয়া দ্বিতীয় টেস্টে। দুই টেস্টের সিরিজটি ১-০ তে জিতে নিয়েছে লঙ্কানরা। এমআরআই স্ক্যান রিপোর্টে জানা গেছে, অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে জার্ভিসকে। আয়ারল্যান্ড সফরের আগে এপ্রিলে ফিরতে পারেন অনুশীলনে।

বাংলাদেশে ২২ ফেব্রুয়ারি শুরু একমাত্র টেস্টের পর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। ২০১৮ সালের নভেম্বরের পর প্রথমবার বাংলাদেশে খেলবে আফ্রিকান দেশটি। জার্ভিসের অভাব তারা ভালোই অনুভব করবে, এটা নিশ্চিত। জিম্বাবুয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণার আগেই তার ছিটকে পড়ার খবর জানালো।

দুই ম্যাচের ওই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নেন এ পেসার। সব মিলিয়ে ১৫.৫০ গড়ে ১০ উইকেট নেন জার্ভিস। ওই সফরে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয়টি জেতে বাংলাদেশ, তাতে সিরিজ ড্র হয় ১-১-এ।